মেদিনীপুর, 27 ডিসেম্বর: বোর্ড তৃণমূল কংগ্রেসের ৷ চেয়ারম্যানও স্বাভাবিকভাবেই তৃণমূলেরই ৷ অথচ সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলররা ৷ বুধবার এমনই ঘটনারই সাক্ষী থাকল মেদিনীপুর পৌরসভা ৷ এ দিন ওই পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন 11 জন তৃণমূল কাউন্সিলর ৷ চেয়ারম্য়ানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ, ফান্ডের ভাগ না দেওয়া, স্বৈরাচারী মনোভাব পোষণ করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী 11 জন পৌর প্রতিনিধি ৷ এই পরিস্থিতিতে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সভাপতির সঙ্গে কথা বলেছেন ৷ দল যা সিদ্ধান্ত নেবে, তিনি সেই মতো পদক্ষেপ করবেন ৷
মেদিনীপুর পৌরসভায় 25টি ওয়ার্ড ৷ গত নির্বাচনে তৃণমূল 20টি ওয়ার্ডে জয়ী হয়ে বোর্ড গঠন করে ওই পৌরসভায় ৷ চেয়ারম্যান করা হয় সৌমেন খানকে ৷ তিনি এক সময় কংগ্রেসে ছিলেন ৷ পরে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে ৷ সেই অভিযোগ বিরোধীরা যত তুলছেন, তার থেকে বেশি অভিযোগ করছেন তৃণমূলেরই কাউন্সিলররা ৷ যা বুধবার নতুন মোড় নিল ৷
এদিন 11 জন তৃণমূল কাউন্সিলর মেদিনীপুরের পৌরভবনের দোতলায় আচমকা বিক্ষোভে বসে পড়েন ৷ তাঁদের অভিযোগের একটি ব্যানার পিছনে টাঙানো ছিল ৷ তাঁদের দাবি, চেয়ারম্যান সৌমেন খানকে অপসারিত না করা পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ বিক্ষোভে যে 11 কাউন্সিলর উপস্থিত ছিলেন, তাঁরা হলেন -বিশ্বনাথ পাণ্ডব (19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি), মৌ রায় (5 নম্বর ওয়ার্ড), শিবু পানিগ্রাহী (8 নম্বর ওয়ার্ড), গোলক মাঝি, লিপি বিষয়, মোজাম্মেল হোসেন, সত্য পড়িয়া ও নম্রতা চৌধুরী-সহ আরও তিনজন ৷