দাসপুর, 16 জুলাই: তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গলমহলের দাসপুর । এই সংঘর্ষে আহত হয়েছেন উভয়দলের বেশ কয়েকজন কর্মী। শনিবার রাতে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রবিবার সকাল থেকেই থমথমে রয়েছে এলাকা ৷ চলছে পুলিশের টহলদারি । তবে তৃণমূল ও সিপিএম এই ঘটনার দায় চাপিয়েছে একে অপরের উপর ।
এই বিষয়ে স্থানীয় সিপিএমের এরিয়া কমিটির সদস্য শোয়েব আহমেদ বলেন, "ভোটের আগে এবং ভোট পরবর্তীতে গোটা রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকাতেও অব্যাহত হিংসা। ভোটে হার-জিত আছে এবং আমরা হেরে গিয়ে হার স্বীকারও করে নিয়েছি । কিন্তু শাসকদল এখন খুঁজে খুঁজে বার করছে কারা তাদের ভোট দেয়নি এবং সেই সন্দেহের বশেই তারা ভোটারদের মারধর করছে । মারধর করছে আমাদের কর্মী-সমর্থকদের । আমরা এটা বাধা দিতে গিয়েছিলাম তাতেও শোনেনি । উলটে আমাদের মারধর করা হয়েছে । আহত হয়েছে অনেকজন । আমরা পুলিশকে বহুবার অভিযোগ জানিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি ।"
আরও পড়ুন:বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, বাজারের মধ্যেই দুষ্কৃতীদের হামলা
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূল নেতা শেখ ইকবাল দাবি করেন, এই হামলা করেছে সিপিএম । তিনি বলেন, "এলাকা শান্তিপূর্ণ রয়েছে । বিগত 34 বছর সিপিএম যে ধরনের অশান্তি এবং সন্ত্রাস চালাত, তা আর এলাকায় নেই । তাই তারা প্রতিবাদ মিছিলের নাম করে এলাকায় অশান্তি বাধানোর চেষ্টা করছে । তবে কালকে যা ঘটনা ঘটেছে তা নিতান্তই পারিবারিক ঘটনা । সেটাকে রাজনৈতিক রং লাগাচ্ছে বিরোধীরা ।"