মেদিনীপুর, 16 নভেম্বর: ফের রক্তাক্ত কেশপুর । তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজির জেরে কবজি উড়ল শাসকদলেরই কর্মীর । বুধবার বিকেলে কেশপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল রয়েছে । তারই প্রস্তুতি হিসেবে চরকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন দলের কর্মী-সমর্থকরা । অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা মহতাজ খানের নেতৃত্বে বোমাবাজি শুরু হয় । ঘটনায় আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী । গুরুতর আহত রফিকুল আলমকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Several Injured due to TMC Inner Clash) ।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পুলিশ বাহিনীর তৎপরতায় । প্রসঙ্গত, এদিন মেদিনীপুরের কেশপুর এলাকার বাসস্ট্যান্ডে একটি মিছিলের আয়োজন করা হয় । সেই মিছিল উপলক্ষ্যে চরকায় চলছিল তৃণমূলের প্রচার । মূলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়েই এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল । সেই প্রচার চালানোর সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । শুরু হয় বোমাবাজি । বোমার আঘাতেই রফিকুল আলমের কবজি উড়ে যায় । এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন । তড়িঘড়ি আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে আনা হয় ।