পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Belda Accident: ম্যাটাডর-বাসের ধাক্কা, আহত 6 - several injured as bus and Metador collided

যাত্রী বোঝাই বাসের সঙ্গে ম্যাটাডরের ধাক্কায় আহত পাঁচ ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায় (Several Injured as Bus and Metador Collided) ৷

Belda Accident
ম্যাটাডর-বাসের ধাক্কা, আহত 6

By

Published : Dec 4, 2022, 1:59 PM IST

বেলদা, 4 ডিসেম্বর: যাত্রী বোঝাই বাসের সঙ্গে ম্যাটাডরের ধাক্কায় উত্তেজনা ছড়ালো বেলদা এলাকায় । এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 6 জন বাসযাত্রী l এই ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে আসে । তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট মুক্ত করে (Several Injured as Bus and Metador Collided) ৷

বেলদা-কাঁথি রাজ্য সড়কে পলাশীর কাছে একটি পেট্রল পাম্পের সামনে ছোট ম্যাটাডরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝাই বাসের । আহত হন 6 জন যাত্রী ৷ তাঁদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসার জন্য পাঠিয়েছে জোড়া গেড়িয়াফাঁড়ির পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলবনী কাঁথি রুটের একটি যাত্রীবাহী বাস কাঁথি যাওয়ার সময় পলাশীর কাছে একটি পেট্রল পাম্পের সামনে জাহালদার দিক থেকে আসা একটি ছোট ম্যাটাডরের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় ম্যাটাডরের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় । এরপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার উপরে উলটে যায় । ম্যাটাডোরের চালক গুরুতর আহত হন । একই সঙ্গে আহত হয় বাসের যাত্রীরা । পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ।

মধুমিতা বেরা নাম এক আহত বাস যাত্রী জানান, এই পথ দিয়ে যাওয়ার সময় আগের দিক থেকে ম্যাটাডরটি চলে আসে ।যেন দ্রুত গতিতে মনে হল বাসের পাংচার হয়ে গেছে । এরপরে বাসটি সজোরে ধাক্কা মারে গাড়িকে ৷ কমবেশি অনেকেরই মাথা ফাটে, কারও হাত কাটে, কারও পা কেটে যায় ।

আরও পড়ুন:কয়লা বোঝাই ট্রাক আর সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 15

ABOUT THE AUTHOR

...view details