পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসের সঙ্গে সংঘর্ষে ঝলসে গেল চার-চাকা, দগ্ধ হয়ে মৃত্যু স্বামী-স্ত্রী'র - Several Died

Paschim Medinipur Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ভাদুতলায় ৷ বাস ও চার-চাকা গাড়ির সংঘর্ষে ঝলসে মৃত্যু হল স্বামী-স্ত্রীর ৷ দুর্ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন।

চার চাকার সঙ্গে সংঘর্ষ বাসের
Paschim Medinipur Road Accident

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 7:43 PM IST

Updated : Jan 8, 2024, 9:46 PM IST

বাসের সঙ্গে সংঘর্ষে ঝলসে গেল চার-চাকা

ভাদুতলা (পশ্চিম মেদিনীপুর), 8 জানুয়ারি:বাসের সঙ্গে চার-চাকার মুখোমুখি সংঘর্ষে ঝলসে মৃত্য়ু স্বামী-স্ত্রীর। সোমবার মর্মান্তিক ওই পথ দুর্ঘটনাটি ঘটেছে শালবনি থানার অন্তর্গত ভাদুতলার বুড়িশোল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, সংঘর্ষের পর চার-চাকা গাড়িটিতে দ্রুত আগুন লেগে যাওয়ায় তাঁরা বেরোতে পারেননি ৷ দুর্ঘটনাস্থলে পুলিশ আসার পর তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ঝলসে মৃ্ত্যু হয়েছে 2 জনের ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায় ৷ নিমেষের মধ্যে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় ৷ গাড়িতে থাকা দু'জনের ঝলসে মৃত্যু হয় ৷ এদিন বিকেল নাগাদ পিড়াকাটা থেকে মেদিনীপুরের দিকে চার-চাকা গাড়িটি করে ফিরছিলেন স্বামী-স্ত্রী ৷ অপরদিকে, মেদিনীপুর থেকে আসছিল বাসটি ৷ শালবনি থানার ভাদুতলার বুড়িশোল জঙ্গলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি যানের ৷

ভয়ানক ওই সংঘর্ষের পর চার-চাকা গাড়িটিকে টেনে-হিঁচড়ে খানিকটা দূরে নিয়ে যায় বাসটি ৷ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় আগুন লেগে প্রাইভেট কারটিতে। ঘটনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ফলে গাড়ি থেকে বেরোতে পারেননি নিহত স্বামী-স্ত্রী ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবরদেয় ৷ পুলিশ দমকল বাহিনীকে খবর দেয় ৷ এরপর তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে থাকে পুলিশকে ঘিরে।

পুলিশ সূত্র অনুযায়ী জানা যায়, মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকায় বাড়ি নিহত ব্যাংক কর্মী প্রদীপ রায়ের (62) ৷ স্ত্রী স্বপ্না রায়ের বয়স 56 ৷ শালবনির পিড়াকাটার একটি ব্যাংকে চাকরি করতেন তিনি। প্রতিদিনই স্ত্রীকে আনতে যেতেন প্রদীপবাবু অথবা গাড়ির ড্রাইভার। এদিন স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন প্রদীপবাবু। কিন্তু পথের মধ্যে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায়। মৃত দম্পতির এক চিকিৎসক কন্যা রয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত 12, আহত 30
  2. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
  3. পরপর ধাক্কা অটো-বাইকে, মৃত দুই শিশু-সহ 5; বেপরোয়া ভ্যানে আগুন স্থানীয়দের
Last Updated : Jan 8, 2024, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details