খড়গপুর, 27 মার্চ : জেলায় জেলায় ধরপাকড়ের নির্দেশ আসার পরেই একে একে উদ্ধার হচ্ছে অস্ত্র ৷ জঙ্গলমহলের খড়গপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল একাধিক দুষ্কৃতীকে ৷ উদ্ধার একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ৷ ধৃতদের সকলেরই বাড়ি খড়গপুর এলাকায় বলে জানা গিয়েছে (Kharagpur News)।
শুক্রবার মধ্যরাতে সূত্র মারফত খবর পেয়ে খড়গপুর টাউন এলাকায় বিএনআর ময়দান এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়া একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ । তাদের থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ।