পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Miscreants Arrest from Kharagpur : খড়গপুর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার একাধিক - খড়গপুরের খবর

বীরভূমের বগটুইয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর মুখ্য়মন্ত্রীর নির্দেশে জেলাজুড়ে শুরু হয়েছে ধরপাকড় ৷ খড়গপুর থেকে বেশ কয়েকজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ (Miscreants Arrest from Kharagpur) ৷

Miscreants Arrest from Kharagpur
খড়গপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

By

Published : Mar 27, 2022, 12:39 PM IST

খড়গপুর, 27 মার্চ : জেলায় জেলায় ধরপাকড়ের নির্দেশ আসার পরেই একে একে উদ্ধার হচ্ছে অস্ত্র ৷ জঙ্গলমহলের খড়গপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল একাধিক দুষ্কৃতীকে ৷ উদ্ধার একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ৷ ধৃতদের সকলেরই বাড়ি খড়গপুর এলাকায় বলে জানা গিয়েছে (Kharagpur News)।

শুক্রবার মধ্যরাতে সূত্র মারফত খবর পেয়ে খড়গপুর টাউন এলাকায় বিএনআর ময়দান এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়া একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ । তাদের থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ।

ধৃতদের শনিবার আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি আর কেউ এই ঘটনায় জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন :Thieves Caught In DASPUR : রং মেখে মন্দিরে চুরি করতে এসে ধৃত, 8 চোরকে গণধোলাই

ABOUT THE AUTHOR

...view details