খড়গপুর, 25 এপ্রিল: গত রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এই ম্যাচে ধোনির সমর্থনে পুরো ইডেন হলুদ রঙে ছেয়ে গিয়েছিল ৷ টস করতে নেমে যা নিয়ে ধোনি বলেছিলেন, ‘‘আমি অনেক ক্রিকেট খেলেছিল এখানে ৷ আমি খড়গপুরে চাকরি করেছি, কলকাতা থেকে মাত্র 2 ঘণ্টার দূরত্বে ৷ সেই কারণেই এই ভালোবাসা ৷’’ ধোনির মুখে খড়গপুরের নাম শুনে আপ্লুত সেখানকার বাসিন্দারা ৷ এমনকি উচ্ছ্বসিত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার ৷ তিনি ধোনির সেই মন্তব্যের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ সেই সঙ্গে লিখেছেন, ‘‘ধোনিকে খড়গপুর থেকে দূরে নিয়ে যেতে পারবেন ৷ কিন্তু, আপনারা ধোনির থেকে খড়গপুরকে দূরে করতে পারবেন না ৷’’
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের দিন ইডেন গার্ডেন্স মিনি-চেন্নাইয়ে পরিণত হয়েছিল ৷ যা নিয়ে সিএসকে অধিনায়ক ধোনি তাঁর খড়গপুরে টিকিট পরীক্ষক হিসেবে চাকরিজীবনের কথা উল্লেখ করেছিলেন ম্যাচের আগে ৷ জানিয়েছিলেন, ইডেনে তাঁর প্রতি এই ভালোবাসা হয় তো সেই কারণেই ৷ ধোনির মনে যে খড়গপুর নিয়ে একটা বড় জায়গা রয়েছে, তা আগেও প্রকাশ্য এসেছে ৷ আর পেশাদার ক্রিকেট জীবনের শেষ লগ্নেও তা সমানভাবে বজায় রয়েছে ৷ যা দেখে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার ৷