পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MS Dhoni on Kharagpur: ইডেন ম্যাচে ধোনির খড়গপুর নিয়ে মন্তব্যে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম - মহেন্দ্র সিং ধোনি

ইডেনে কেকেআর ম্যাচে ধোনির খড়গপুর নিয়ে মন্তব্যে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার ৷ ধোনির সেই মন্তব্যের ফুটেজ সোশাল মিডিয়া শেয়ার করে পুরনো স্মৃতি শেয়ার করলেন তিনি ৷

MS Dhoni on Kharagpur ETV BHARAT
MS Dhoni on Kharagpur

By

Published : Apr 25, 2023, 9:15 PM IST

খড়গপুর, 25 এপ্রিল: গত রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এই ম্যাচে ধোনির সমর্থনে পুরো ইডেন হলুদ রঙে ছেয়ে গিয়েছিল ৷ টস করতে নেমে যা নিয়ে ধোনি বলেছিলেন, ‘‘আমি অনেক ক্রিকেট খেলেছিল এখানে ৷ আমি খড়গপুরে চাকরি করেছি, কলকাতা থেকে মাত্র 2 ঘণ্টার দূরত্বে ৷ সেই কারণেই এই ভালোবাসা ৷’’ ধোনির মুখে খড়গপুরের নাম শুনে আপ্লুত সেখানকার বাসিন্দারা ৷ এমনকি উচ্ছ্বসিত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার ৷ তিনি ধোনির সেই মন্তব্যের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ সেই সঙ্গে লিখেছেন, ‘‘ধোনিকে খড়গপুর থেকে দূরে নিয়ে যেতে পারবেন ৷ কিন্তু, আপনারা ধোনির থেকে খড়গপুরকে দূরে করতে পারবেন না ৷’’

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের দিন ইডেন গার্ডেন্স মিনি-চেন্নাইয়ে পরিণত হয়েছিল ৷ যা নিয়ে সিএসকে অধিনায়ক ধোনি তাঁর খড়গপুরে টিকিট পরীক্ষক হিসেবে চাকরিজীবনের কথা উল্লেখ করেছিলেন ম্যাচের আগে ৷ জানিয়েছিলেন, ইডেনে তাঁর প্রতি এই ভালোবাসা হয় তো সেই কারণেই ৷ ধোনির মনে যে খড়গপুর নিয়ে একটা বড় জায়গা রয়েছে, তা আগেও প্রকাশ্য এসেছে ৷ আর পেশাদার ক্রিকেট জীবনের শেষ লগ্নেও তা সমানভাবে বজায় রয়েছে ৷ যা দেখে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার ৷

তিনি সোশাল মিডিয়া পেজে ধোনির সেই মন্তব্যের অংশটূকু পোস্ট করেছেন ৷ সেখানে রাজেশ কুমার লিখেছেন, ‘‘খড়পুর রেলস্টেশনে টিকিট চেকিং স্টাফ হিসেবে কাজ করা থেকে, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ট্রফি নেওয়া ৷ দ্য ম্যান, দ্য লেজেন্ড ৷ তাঁর অসাধারণ এবং অনুুপ্রেরণা দায়ক এক সফর ৷ আপনি মহেন্দ্র সিং ধোনিকে খড়গপুর থেকে দূরে নিয়ে যেতে পারেন ৷ কিন্তু, খড়গপুরকে ধোনির থেকে দূরে নিয়ে যেতে পারবেন না ৷’’

আরও পড়ুন:ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

ম্যাচের দিন ইডেনের দর্শকদের সমর্থন দেখে, ধোনি খড়গপুরে কাটানো তাঁর স্মৃতিগুলিকে রোমন্থন করেন ৷ যেখানে তাঁকে ক্রিকেট ও ফুটবল খেলার কথা বলতে শোনা গিয়েছে ৷ টিকিট পরীক্ষক হিসেবে কাজের কথাও উল্লেখ করেছেন তিনি ৷ উল্লেখ্য, ধোনির সঙ্গে খড়গপুরে টিকিট পরীক্ষকের কাজ করা এবং তাঁর রাঁচি শহরের বন্ধু সত্যপ্রকাশ মিশ্র এবারের আইপিএল-এ ভোজপুরী ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন ৷ কেকেআর বনাম চেন্নাই ম্যাচেও তিনি এ দিন ধারাভাষ্য দিয়েছেন ৷ এই সত্যপ্রকাশ মিশ্রই ধোনিকে খড়গপুরে নিয়ে এসেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details