পশ্চিম মেদিনীপুর, 4 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর অনুগামী, আর সেই কারণেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য় কর্মাধ্য়ক্ষ অমূল্য় মাইতির দেহরক্ষীদের সরিয়ে দেওয়া হল ৷ এমন অভিযোগ করেছেন অমূল্য় মাইতি নিজে ৷ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্য় কর্মাধ্য়ক্ষ ৷ তিনি অভিযোগ করেছেন, এর পিছনে রয়েছেন রাজ্য়সভার সাংসদ মানস ভুইঞা ৷ তাঁর নির্দেশেই এই কাজ হয়েছে বলে অভিযোগ খাদ্য় কর্মাধ্য়ক্ষের ৷ মানস ভুইঞাকে কাগুজে বাঘ বলেও কটাক্ষ করেন তিনি ৷
তৃণমূলের সঙ্গে একসঙ্গে কাজ করা সম্ভব নয় বলেই সৌগত রায়কে সোশাল মেসেজ়িং সাইটে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ আর তারপর এবার শুভেন্দু অনুগামীদের দেহরক্ষী তুলে নিয়ে ডানা ছাটার প্রক্রিয়া শুরু করলো রাজ্য়ে শাসক দল । বাস্তব চিত্র এমনটাই বলছে ৷ শুক্রবার সাত সকালেই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য অমূল্য় মাইতির । সুত্রের খবর বৃহস্পতিবার রাতেই নিরাপত্তারক্ষী প্রত্যাহারের বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে টেলিফোনে জানানো হয় তাঁকে । প্রসঙ্গত অমুল্য মাইতি দীর্ঘদিন ধরেই শুভেন্দু অনুরাগী নামেই পরিচিত। সাম্প্রতিককালে একাধিকবার শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদ করতে গিয়ে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা গিয়েছে অমূল্য় মাইতিকে। সর্বশেষ নভেম্বরের ৩০ তারিখ অমূল্য মাইতির ডাকে সাড়া দিয়ে ছুটে আসতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। গোটা বিষয়টি জেলা তৃণমূল নেতৃত্ব যে মোটেও ভালোভাবে নেয়নি, তা জেলার নেতাদের কথাতেই স্পষ্ট হয়ে যায়।