বেলদা, 26 মার্চ :ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা ৷ কিন্তু এ যাত্রায় প্রাণে বাঁচলেন যাত্রীরা ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় দুর্ঘটনা এড়াল সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস (Falaknuma Express avoids major accident at Belda) ৷ কাপলিং খুলে বেলদা স্টেশনের কাছে এদিন আলাদা হয়ে যায় হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেসের 3টি বগি ৷ প্রায় এক কিলোমিটার তিনটি বিচ্ছিন্ন বগি ছাড়াই ছুটে চলে দূরপাল্লার এই ট্রেন ৷
চালকের প্রত্যুৎপন্নমতিত্বে এ যাত্রায় রক্ষা পান যাত্রীরা ৷ বিষয়টি বুঝতে পেরেই ট্রেন থামিয়ে দেন চালক ৷ এরপর প্রায় 40 মিনিটের প্রচেষ্টায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি বগিকে জুড়ে গন্তব্যে রওনা দেয় ফলকনামা এক্সপ্রেস ৷ যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই বলেই জানিয়ে কর্তৃপক্ষ ৷ তবে ঘটনার কারণ খতিয়ে দেখছে তারা।