পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dashpur road problem : বেহাল রাস্তা কেড়েছে বন্ধুর প্রাণ, মেরামতিতে অর্থ সংগ্রহ স্কুলের পড়ুয়াদের

আর কোনও বন্ধু যেন এই খারাপ রাস্তায় পড়ে মারা না যায় ! কাতর আর্জি নিয়ে রাস্তা সারাইয়ের (Road problem) জন্য অর্থ সংগ্রহ করছে দাসপুরের (West Midnapore news) খুদে স্কুল পড়ুয়ারা ৷

school students collecting money to repair local road at West Midnapore
বেহাল রাস্তা কেড়েছে বন্ধুর প্রাণ, মেরামতিতে অর্থ সংগ্রহ স্কুলের পড়ুয়াদের

By

Published : Mar 20, 2022, 6:56 PM IST

Updated : Mar 20, 2022, 7:56 PM IST

দাসপুর, 20 মার্চ: কয়েকদিন আগেই রাস্তা খারাপের (Road problem) জন্য মর্মান্তিক দুর্ঘটনায় হারাতে হয়েছে বান্ধবী নাতাশাকে ৷ নাতাশা যে নেই, এখনও ভাবতে পারছে না স্কুলের সহপাঠীরা । তবে এই মর্মান্তিক মৃত্যুর পরও খারাপ রাস্তা সারিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন । তাই এবার সেই বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল স্কুলের পড়ুয়ারাই ৷ রাস্তায় নেমে তারা অর্থ সংগ্রহ করা শুরু করেছে (school students collecting money ) ৷ পথচলতি সবার কাছে তাদের আবেদন, "কিছু টাকা দিয়ে সাহায্য করে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান ।"

গত 9 মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে দাসপুর 1 ব্লকের (West Midnapore news) বেলতলা-সরবেড়িয়ার বেহাল গ্রামীণ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাতাশা পড়িয়ার । বেহাল রাস্তাকেই দায়ী করে পথ অবরোধ করেন স্থানীয়রা । দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে 4 ঘণ্টা পর ওঠে সেই অবরোধ । তবে তারপরও দিনের পর দিন কেটে গিয়েছে, কলমীজোড়ের নাতাশার মৃত্যুতে ক্রমে উত্তপ্ত হয়েছে ছাত্র সমাজ । তবে রাস্তা মেরামতির কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে ৷

আরও পড়ুন:দাসপুরে পুকুরে ডুবে মৃত্যু এক শিশুর

বাধ্য হয়ে ওই এলাকার (Dashpur road problem) আশপাশের সড়বেড়িয়া বি সি রায় উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই কলমীজোড়ের ওই বেহাল রাস্তায় পথে নেমেছে, হাত পেতে অর্থ সংগ্রহ করছে । সেই অর্থ বিডিওর হাতে তুলে দেবে তারা ৷ পড়ুয়াদের এই উদ্যোগে খুশি স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, দাসপুর 1 ব্লক প্রশাসন থেকে মন্ত্রী শিউলি সাহা - এই সমস্যা সবার গোচরে আনলেও কোনও লাভ হয়নি ৷

যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, "পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে বলব দ্রুত রাস্তার মেরামত করার জন্য । কিন্তু বাচ্চাদের ব্যবহার করে কেউ রাজনীতি করতে চাইলে তা অত্যন্ত নিন্দনীয় ।"

আরও পড়ুন:Road Accident at Santipur : 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু লরি চালকের

Last Updated : Mar 20, 2022, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details