দাসপুর, 20 মার্চ: কয়েকদিন আগেই রাস্তা খারাপের (Road problem) জন্য মর্মান্তিক দুর্ঘটনায় হারাতে হয়েছে বান্ধবী নাতাশাকে ৷ নাতাশা যে নেই, এখনও ভাবতে পারছে না স্কুলের সহপাঠীরা । তবে এই মর্মান্তিক মৃত্যুর পরও খারাপ রাস্তা সারিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন । তাই এবার সেই বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল স্কুলের পড়ুয়ারাই ৷ রাস্তায় নেমে তারা অর্থ সংগ্রহ করা শুরু করেছে (school students collecting money ) ৷ পথচলতি সবার কাছে তাদের আবেদন, "কিছু টাকা দিয়ে সাহায্য করে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান ।"
গত 9 মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে দাসপুর 1 ব্লকের (West Midnapore news) বেলতলা-সরবেড়িয়ার বেহাল গ্রামীণ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাতাশা পড়িয়ার । বেহাল রাস্তাকেই দায়ী করে পথ অবরোধ করেন স্থানীয়রা । দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে 4 ঘণ্টা পর ওঠে সেই অবরোধ । তবে তারপরও দিনের পর দিন কেটে গিয়েছে, কলমীজোড়ের নাতাশার মৃত্যুতে ক্রমে উত্তপ্ত হয়েছে ছাত্র সমাজ । তবে রাস্তা মেরামতির কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে ৷
আরও পড়ুন:দাসপুরে পুকুরে ডুবে মৃত্যু এক শিশুর