ঘাটাল, 23 অগস্ট: চারদিকে জঙ্গল, আর তারই মধ্যে খোলা জায়গায় একটি ত্রিপল খাটিয়ে চলছে আইসিডিএস সেন্টার ৷ তবে, এই সেন্টারে কোনও পড়াশোনা হয় না ৷ কেবল মিড-ডে মিলের রান্না করা খাবার দেওয়া হয় বাচ্চাদের ৷ এমনই ছবি উঠে এল ঘাটাল ব্লকের মান্দারিয়া 110 নম্বর আইসিডিএস সেন্টারে ৷ আইসিডিএস কর্মীদের অভিযোগ প্রায় 17 বছর ধরে এই দুরাবস্থা ৷ প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই ৷ আর স্কুল বিল্ডিং না-থাকায় বহু বছর ধরে বর্ষাকালে পড়াশোনা হয় না ৷ তার উপর অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিড-ডে মিলের খাবার তৈরি ৷ যে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ৷
গ্রামবাসীদের অভিযোগ, কয়েকটি কংক্রিটের খুঁটির মধ্যে একটি ত্রিপল বেঁধে আইসিডিএস কর্মীরা রান্না করেন ৷ যার চারপাশে জঙ্গল ও আগাছায় ভরে রয়েছে ৷ খাবারে পোকামাকড় বা অন্য কোনও বিষাক্ত কীটপতঙ্গ পড়লে কারও দেখার নেই ৷ সেই রান্না করা খাবারই বাচ্চাদের দেওয়া হয় ৷ এই আইসিডিএস সেন্টারে গত 17 বছর ধরে এক ছবি দেখে আসছেন রাঁধুনি রেহানা পারভিন ৷ ঘাটালের এই আইসিডিএস সেন্টারে শুধু মিড-ডে মিলে রান্নার পরিবেশ বেহাল নয় ৷ পড়াশোনার পরিবেশও বেহাল ৷ স্কুলে পঠন-পাঠন বহুযুগ আগেই প্রায় উঠে যাওয়া জোগাড় হয়েছে বলে অভিযোগ ৷
স্কুলের শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন ৷ পড়ুয়াও রয়েছে ৷ কিন্তু, নেই স্কুল ও স্কুলের ক্লাসরুম ৷ আরও বিস্তারিত বললে, স্কুলের কোনও বিল্ডিং নেই ৷ এই পরিস্থিতিতে বছরের বাকি সময়গুলি ত্রিপল খাটিয়ে কোনওভাবে পড়াশোনা করানো হয় ৷ আর বর্ষাকালে সেটাও বন্ধ হয়ে যায় ৷ মাঝে মধ্যে কারও বাড়িতে অল্প সময়ের জন্য ক্লাস নেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আর মিড-ডে মিলের খাবার নিয়েও ভয়ে থাকেন অভিভাবকরা ৷