মেদিনীপুর, 6 অগস্ট :মানুষ যদি সতর্ক ও সচেতন হয়ে বিধিনিষেধ মেনে চলে, তাহলেই করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ (Third Wave) থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে ৷ পশ্চিম মেদিনীপুরে একটি সোনার দোকানের শোরুম উদ্বোধনে (Showroom Inauguration) গিয়ে এ কথা বললেন অভিনেত্রী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । তাঁর পাশাপাশি এ দিন ফিতে কেটে শোরুমের উদ্বোধন করেন অভিনেত্রী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া (June Malia)।
কোভিড অতিমারি (Covid Pandemic) গোটা বিশ্বের সঙ্গে ভারতীয় অর্থনীতিকেও বিশেষ ধাক্কা দিয়েছে । ধুঁকছে ছোট-বড় নানা ব্যবসা । করোনা প্রতিরোধে দীর্ঘমেয়াদী লকডাউন ও লকডাউন পরবর্তী পর্যায়ে বিধি-নিষেধ অর্থনীতির অবস্থা বেহাল করে তুলেছে । গোটা কর্পোরেট জগতের সঙ্গে ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিরও । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে । বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং, সিনেমা হল ৷ ফলে মেরুদণ্ড ভেঙে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির । আর যাতে ক্ষতির সম্মুখীন হতে না-হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি মেদিনীপুর শহরের একটি সোনার দোকানের শোরুম উদ্বোধনে গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াও । দু‘জনে মেদিনীপুর শহরে একটি সোনার দোকানের উদ্বোধন করেন । করেন প্রদীপ প্রজ্জ্বলন ।
আরও পড়ুন:দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা