পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sayantika-June: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন - জুন মালিয়ার খবর

গয়নার দোকানের উদ্বোধনে গিয়ে করোনা সম্পর্কে সচেতন করলেন অভিনেত্রী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও (June Malia)।

Sayantika Banerjee and june malia alerts people about coronavirus pandemic
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

By

Published : Aug 6, 2021, 5:57 PM IST

মেদিনীপুর, 6 অগস্ট :মানুষ যদি সতর্ক ও সচেতন হয়ে বিধিনিষেধ মেনে চলে, তাহলেই করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ (Third Wave) থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে ৷ পশ্চিম মেদিনীপুরে একটি সোনার দোকানের শোরুম উদ্বোধনে (Showroom Inauguration) গিয়ে এ কথা বললেন অভিনেত্রী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । তাঁর পাশাপাশি এ দিন ফিতে কেটে শোরুমের উদ্বোধন করেন অভিনেত্রী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া (June Malia)।

কোভিড অতিমারি (Covid Pandemic) গোটা বিশ্বের সঙ্গে ভারতীয় অর্থনীতিকেও বিশেষ ধাক্কা দিয়েছে । ধুঁকছে ছোট-বড় নানা ব্যবসা । করোনা প্রতিরোধে দীর্ঘমেয়াদী লকডাউন ও লকডাউন পরবর্তী পর্যায়ে বিধি-নিষেধ অর্থনীতির অবস্থা বেহাল করে তুলেছে । গোটা কর্পোরেট জগতের সঙ্গে ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিরও । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে । বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং, সিনেমা হল ৷ ফলে মেরুদণ্ড ভেঙে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির । আর যাতে ক্ষতির সম্মুখীন হতে না-হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি মেদিনীপুর শহরের একটি সোনার দোকানের শোরুম উদ্বোধনে গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াও । দু‘জনে মেদিনীপুর শহরে একটি সোনার দোকানের উদ্বোধন করেন । করেন প্রদীপ প্রজ্জ্বলন ।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

আরও পড়ুন:দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে । আর যাতে ক্ষতি না-হয় এবং আমরা যাতে করোনার তৃতীয় ঢেউ থেকে নিজেদের বাঁচাতে পারি, সে জন্য আমাদের উচিত করোনা বিধি-নিষেধ মেনে চলা এবং সঠিকভাবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা । আমরা নিজেরাই পারি থার্ড ওয়েভকে রুখে দিতে ।"

আরও পড়ুন:'আত্মা' প্রকল্পের মাধ্যমে চাষবাসে কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে রাজ্য

কিছুদিনের মধ্যেই দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা । ডেল্টা ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যথেষ্ট সক্রিয় ৷ তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি চিন্তা থাকছে শিশুদের নিয়ে ৷ সুস্থ থাকার পাশাপাশি পেশাগত দিকটি বাঁচানোর জন্যও করোনা সম্পর্কে প্রত্যেকের সতর্ক হওয়া প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল ৷

ABOUT THE AUTHOR

...view details