পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না, মমতাকে কটাক্ষ সায়ন্তনের

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু  ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷  যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"

সায়ন্তন বসু
সায়ন্তন বসু

By

Published : Dec 19, 2019, 7:45 PM IST

গড়বেতা, 19 ডিসেম্বর : আজ গড়বেতার ময়রাকাটায় নমামি গঙ্গের সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, "দিদিমণি বাঙালি হিন্দুদের সহ্য করতে পারছেন না ৷" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে আগত মুসলমানরা নাগরিকত্ব পাবেন না ৷ আমরা তাদের তাড়িয়ে দেব ৷ এদেশে থাকতে দেব না ৷"

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়, সে জন্য বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের উপরেই দোষ চাপিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "বাস ও ট্রেন পোড়াচ্ছে ৷ যারা করছে তারা এখানকার মুসলিম নয় ৷ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সায়ন্তন বসুর

সম্প্রতি লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে আজ সায়ন্তন বলেন, "মুখ্যমন্ত্রীর জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ বাইরে গেলে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনতে হয় ৷ ওটা লোকসভার ভিডিয়ো ৷ লোকসভায় রেকর্ড আছে ৷ খবরের কাগজে তার কাটিং আছে ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ৷"

ABOUT THE AUTHOR

...view details