পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবৈধ তকমা লাগিয়ে ব্যবসা করতে দিচ্ছে না পুলিশ, প্রতিবাদ মেদিনীপুরের বালি ব্যবসায়ীদের - FAKE CASE

সরকারকে কর দেওয়া সত্ত্বেও অবৈধ তকমা দিয়ে ব্যবসা করতে দিচ্ছে না পুলিশ । বুধবার এই অভিযোগে প্রতিবাদ জানাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গুড়গুড়িপাল এলাকার বালি খাদানের মালিকরা । অভিযোগ জানানো হয় আইজি আইনশৃঙ্খলাকেও ।

WEST Midnapore
অবৈধ তকমা লাগিয়ে ব্যবসা করতে দিচ্ছে না পুলিশ, প্রতিবাদ মেদিনীপুরের বালি ব্যবসায়ীদের

By

Published : Jul 8, 2021, 8:08 AM IST

মেদিনীপুর, 8 জুলাই : সরকারকে কর দেওয়া সত্ত্বেও বালি খাদান মালিকদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের পুলিশ এবং ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে । এই কারণেই বুধবার জেলার ভূমি সংস্কার দফতরের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গুড়গুড়িপাল এলাকার বালি খাদানের মালিকরা । অভিযোগ জানানো হয় আইজি আইনশৃঙ্খলা আধিকারিককেও । বালি খাদানের মালিকদের আরও অভিযোগ তাদের বৈধ কাগজপত্র রয়েছে । অথচ তা সত্ত্বেও পুলিশ কেস দিচ্ছে ।

খাদান মালিকদের অভিযোগ, দীর্ঘদিন সরকারি টেন্ডার অনুযায়ী আমরা বালি তোলার কাজ করে থাকি অথচ আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হচ্ছে । ব্যবসায়ীদের অভিযোগ, "সরকারকে বছরের পর বছর কোটি কোটি টাকার রেভিনিউ দিয়ে থাকি এবং সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসা করে থাকি । ব্যবসার উপর আমাদের পরিবার চলে । এই বালি ব্যবসার উপর হাজার হাজার শ্রমিকরা নির্ভর করে থাকেন । যারা দিন আনা দিন খাওয়া মানুষজন । এছাড়াও রয়েছে ট্রাক ড্রাইভার হেল্পার ও খালাসিরাও ।"

অবৈধ তকমা লাগিয়ে ব্যবসা করতে দিচ্ছে না পুলিশ, প্রতিবাদ মেদিনীপুরের বালি ব্যবসায়ীদের

আরও পড়ুন: যাত্রীদের কথা ভেবে উত্তরের সব রুটে চলবে অর্ধেক বেসরকারি বাস

বালি খাদানের মালিকদের অভিযোগ, "আমরা স্থানীয় থানাকেও টাকা দিয়ে থাকি । অথচ সেই থানার আধিকারিকরাও আমাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ।" প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জেলায় অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযান মূলত অবৈধ বালি খাদান, অবৈধভাবে বালি স্টক করে রাখার পাশাপাশি বালির ট্রাক ও গাড়িতে পরিমাণের বেশি ওভারলোড বালি নিয়ে যাওয়ার বিরুদ্ধে । গত কয়েকদিন ধরে এই অভিযান চালিয়ে পুলিশ 42 জন বালি খাদান মালিককে গ্রেফতার করেছে । 34টি বালির গাড়ি আটকের পাশাপাশি 26টি কেস দেওয়া হয়েছে । এছাড়াও খাদান সংলগ্ন এলাকায় 24 ঘণ্টা নাকা চেকিংয়ের বন্দোবস্ত করেছে জেলা পুলিশ প্রশাসন । আর তাতেই সমস্যা সৃষ্টি হয়েছে খাদান মালিকদের মধ্যে । খাদান মালিকরা বলেন, "আমরা বৈধভাবে বালি খাদানের ব্যবসা করছি, কিন্তু কয়েকটি অবৈধ খাদান মালিককে শায়েস্তা করতে গিয়ে স্থানীয় প্রশাসন বৈধ খাদানগুলিকেও সমস্যায় ফেলছে । পুলিশের এই কাজের প্রতিকার চাই ।"

ABOUT THE AUTHOR

...view details