মেদিনীপুর, 6 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম শুনেই চটে গেলেন তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ বুধবার মেদিনীপুরে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন সায়নী ৷ সেখানেই তাঁকে শুভেন্দুর একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে অস্বীকার করেন তিনি ৷ এমনকী, সাংবাদিকদের কোথায়, কী ধরনের প্রশ্ন করা উচিত, তা নিয়েও পরামর্শ দেন তৃণমূল যুবনেত্রী ৷
কালী তথ্যচিত্রের পোস্টার বিতর্কের (Kaali Movie Poster Controversy) মধ্য়েই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) মন্তব্য নিয়ে আলাদা বিতর্ক তৈরি হয়েছে ৷ মহুয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ একই দাবি শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলাতেও ৷ এদিন সেই বিষয়েই সায়নীকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে তৃণমূলে যুবনেত্রী বলেন, তিনি যে অনুষ্ঠান উপলক্ষে মেদিনীপুরে এসেছেন, সাংবাদিকদের প্রথম প্রশ্ন তা নিয়ে হওয়া উচিত ৷ বাকি শুভেন্দু অধিকারী কী বললেন, সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না ৷ তবে, একইসঙ্গে সকলেরই ধর্ম সংক্রান্ত কোনও মন্তব্য করার ক্ষেত্রে আরও সহনশীল ও সতর্ক হওয়া দরকার বলেও মনে করেন সায়নী ৷