পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত দাসপুরের বিস্তীর্ণ এলাকা - প্লাবিত দাসপুর

যশ পরবর্তী ধাক্কায় রূপনারায়ণ ও তার সংযোগকারী একটি খালের বাঁধ ভেঙে প্লাবিত হল দাসপুর 2 নং ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷ প্রায় 50 জনকে আপাতত উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা সম্ভব হয়েছে ৷ বাকিদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন ৷

Rupnarayans dam broke vast area of daspur flooded in west medinipur
রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত দাসপুরের বিস্তীর্ণ এলাকা

By

Published : May 27, 2021, 7:22 PM IST

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 27 মে : ঘূর্ণিঝড় যশ গতকালই উপকূলে আছড়ে পড়েছে ৷ কিন্তু, তার প্রভাব এখনও রয়ে গিয়েছে ৷ সেই সঙ্গে দোসর হয়েছে ভরা কোটাল ৷ যার জেরে রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে প্লাবিত হল দাসপুরের 2 নং ব্লকের মাগুড়িয়া সহ বিস্তীর্ণ অঞ্চল ৷ জলে ভেসে গিয়েছে একটি গেঞ্জি কারখানাও ৷ ঘটনাস্থলে স্থানীয়দের উদ্ধারে নেমে প্রশাসন ৷

যশ পরবর্তী ধাক্কা ও ভরা কোটালের জেরে রূপনারায়ণের বাঁধ ভেঙে ভেসে গিয়েছে দাসপুরের বিস্তীর্ণ অঞ্চল । কাঁসাই নদীর অতিরিক্ত জল রূপনারায়ণে ফেলার জন্য স্থানীয় দুর্বাচটি খাল সংস্কার করা হচ্ছে প্রশাসনের তরফে ৷ সেই কারণে রূপনারায়ণ নদে বাঁধ দেওয়া হয়েছিল । এই খালের কাজ হল বর্ষায় কাঁসাই নদী দিয়ে বয়ে আসা অতিরিক্ত জল রূপনারায়ণে ফেলা । কিন্তু ইয়াসের জেরে ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ । জলের প্রবল চাপে বুধবার দুপুরেই ভেঙে যায় সেই বাঁধ । হুহু করে জল ঢুকতে শুরু করে খালে । বৃহস্পতিবার দুর্বাচটি খালের বাঁধও ভেঙে যায় ৷ যার জেরে খালের জল দুধকোমড়া ও শ্রীবরা এলাকায় ঢুকে প্লাবিত করে দেয় ।

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত দাসপুরের বিস্তীর্ণ এলাকা

আরও পড়ুন : ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের

প্লাবনের খবর পেয়ে দাসপুর 2 নং ব্লকে গিয়ে বিপর্যয় মোকাবিলা দল প্রায় 50 জনকে উদ্ধার করেছে ৷ অবস্থার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া । তিনি এই বিপর্যয়ের পরিস্থিতিতে ত্রাণ শিবিরে আশ্রিতদের শুকনো খাবারের ব্যবস্থা করেন ৷ সেই সঙ্গে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ৷

ABOUT THE AUTHOR

...view details