পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনে উঠতে গিয়ে ফসকাল পা, RPF কর্মীর তৎপরতায় বাঁচলেন যাত্রী - সুজয় ঘোষ

শরীরের অর্ধেক অংশ প্ল্যাটফর্মের থেকে রেল লাইনে ঝুলে যাওয়ার চলন্ত ট্রেনের সঙ্গে বারবার ধাক্কা লাগতে থাকে ৷ এমন অবস্থায় প্রায় অনেকটা এগিয়ে গিয়েছেন ওই ব্যক্তি ৷ RPF জওয়ানের তৎপরতাই বাঁচল প্রাণ ৷

Medinipur
মেদিনীপুর স্টেশন

By

Published : Feb 22, 2020, 9:12 PM IST

Updated : Feb 22, 2020, 9:23 PM IST

মেদিনীপুর, 22 ফেব্রুয়ারি : RPF জওয়ানের তৎপরতায় প্রাণ রক্ষা যাত্রীর । গতকাল রাত সাড়ে নটা নাগাদ মেদিনীপুর স্টেশনে পৌঁছায় 408044 নম্বর আসানসোল খড়গপুর লোকাল ৷ 9.40 মিনিটে যখন মেদিনীপুর স্টেশন থেকে ছাড়বে ৷ তখনই ঘটল দুর্ঘটনা ৷ চলমান ট্রেনে উঠতে গেলে পা ফসকে যায় বছর চুয়াল্লিশের এক ব্যক্তি ৷ সঙ্গে সঙ্গে পড়ে যান প্ল্যাটফর্মে ৷

RPF জওয়ানের তৎপরতাই বাঁচল যাত্রীর প্রাণ

শরীরের অর্ধেক অংশ প্ল্যাটফর্মের থেকে রেললাইনে ঝুলে যাওয়ার চলন্ত ট্রেনের সঙ্গে বারবার ধাক্কা লাগতে থাকে ৷ এমন অবস্থায় প্রায় 10 সেকেন্ড এগিয়ে যান ওই ব্যক্তি ৷ সেই সময় যাত্রীদের সুরক্ষার জন্য ডিউটিতে থাকা এক RPF জওয়ানের চোখে পড়াতেই তড়িঘড়ি তাঁকে টেনে তোলেন প্ল্যাটফর্মে ৷

RPF মারফত জানা গেছে ও যাত্রীর নাম সুজয় ঘোষ ৷ খড়্গপুরের বারবেটিয়া গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি ৷ স্টেশনেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মেদিনীপুর সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে পুরুষ ওয়ার্ড জরুরি বিভাগে চিকিৎসাধীন ৷ যিনি ওই যাত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন তিনি হলেন ধর্মেন্দ্র কুমার যাদব ৷ মেদিনীপুর স্টেশনে RPF ফোর্সে কর্মরত ৷ বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরে খুশি রেল কর্তৃপক্ষ ৷ তবে আগামীদিনে আরও সচেতনতা ও সর্তকতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Feb 22, 2020, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details