পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Blockade: 12 দফা দাবিতে পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানার, ভোগান্তি জন সাধারণের

12টি দাবিকে সামনে রেখে 12 ঘণ্টা রাজ্যব্যাপী পথ অবরোধে (12-Hours Road Blockade) সামিল হয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) ৷ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 4, 2023, 5:30 PM IST

Updated : Jan 4, 2023, 7:45 PM IST

12 দফা দাবি আদায়ে রাজ্যজুড়ে 12 ঘণ্টা চাক্কা জ্যামে সামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal)। তার জেরে চরম ভোগান্তি জেলায় । যদিও অবস্থানে অনড় পারগানা মহলের সদস্যরা (12-Hours Road Blockade)। তাদের দাবি, এই কর্মসূচি পূর্ব নির্ধারিত । আদিবাসীদের দাবি, গোটা রাজ্যে অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠন করে সাঁওতালি ভাষায় পঠনপাঠন চালু করতে হবে ৷ পিছিয়ে থাকা আদিবাসী সমাজের ছেলেমেয়েদের প্রকৃত অর্থেই শিক্ষিত করে তুলতে হবে ৷

বুধবার সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত রাজ্য জুড়ে 12 ঘণ্টা পথ অবরোধে সামিল হয়েছে আদিবাসীদের বৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছ । এদিন সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা ও ক্ষীরপাই-আরামবাগ রাজ্যসড়ক অবরোধে সামিল হয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা । পাশাপাশি দাসপুরের বকুলতলায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক অবরোধে সামিল হয়েছেন সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন:একাধিক দাবিতে রাজ্যব্যাপী 12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

সাঁওতালি মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে 12 ঘণ্টা রাজ্যব্যাপী পথ অবরোধে (12-Hours Road Blockade) সামিল হয়েছে এই সংগঠন (Bharat Jakat Majhi Pargana Mahal) ৷ পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ পুরো জঙ্গলমহল । বর্ধমান, কালনা, মেমারি, মন্তেশ্বর, বাঁকুড়া-সহ বেশ কিছু লাইনে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে । বিভিন্ন জেলায় আটকে রয়েছে পণ্যবোঝাই লরিও । জায়গায় জায়গায় তীর-ধনুক, টাঙি ছাড়াও অন্যান্য অস্ত্র নিয়ে রাস্তা অবরোধে নামে আদিবাসীরা ।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বের দাবি, সংগঠনের তরফে প্রকাশিত 12 দফা দাবিগুলোর অন্যতম হল 'বীরভূমের দেওচা পাচামিতে কয়লা খনি প্রকল্প' বাতিল করা, প্রস্তাবিত ফরেস্ট কনজারভেশন রুল 2022 বাতিল করা, এসসি/এসটি পরিচয় সংশোধনী প্রত্যাহার করা, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা, বনভূমির পাট্টা প্রদান-সহ আরও অন্যান্য । আদিবাসী সংগঠনের এই পথ অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিবহনকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব (Road blockade by Bharat Jakat Majhi Pargana Mahal) । তাদের দাবি, সরকার না-মানলে এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্তও গড়াতে পারে । অবরোধে সামিল হয়েছেন অনেক মহিলাও ৷

আরও পড়ুন: আবাস যোজনা তালিকায় নাম না-তালিকায় পথ অবরোধ, 18 জনকে আটক করল পুলিশ

ভারত জাকাত মাঝি পারগানার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি বাপি সোরেন বলেন, “রাজ্য কমিটির নির্দেশে আজ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমাদের পথ অবরোধ কর্মসূচি চলছে ৷ আমাদের বেশ কয়েক দফা দাবি রয়েছে ৷ আমাদের মূল দাবি, সাঁওতালি ভাষায় পুরোদস্তুর পঠনপাঠন চালু করা ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু হলেও তেমন কোনও পরিকাঠামো তৈরি করা হয়নি ৷ 2009 সালে রাজ্যের বিভিন্ন জায়গায় সাঁওতালি ভাষায় স্কুল তৈরি হয়েছিল ৷ কিন্তু তার কোনও মনিটরিং বোর্ড না-থাকায় ছাত্রছাত্রীরা নতুন ক্লাসে প্রবল সমস্যায় পড়ছে ৷ শুধু তাই নয়, এখনও পর্যন্ত সাঁওতালি ভাষায় কোনও পাঠ্যবই নেই ৷ সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করাও হচ্ছে না ৷ সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ না-হলে আমাদের সমাজের ছেলেমেয়েরা শিক্ষা পাবে কী করে ? প্রয়োজনে পার্শ্বশিক্ষকও নিয়োগ করা যেতে পারে ৷ মুখ্যমন্ত্রী নিজে সাঁওতালি ভাষা জানা পার্শ্বশিক্ষক নিয়োগের কথা বলেছিলেন ৷ কিন্তু তাঁর কথা, কথাই থেকে গিয়েছে ৷ তাই আমরা বাংলা কিংবা মাদ্রাসার মতো পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড দাবি করছি ৷ এটা আমাদের ভাষা বাঁচানোর লড়াই ৷”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে ভুয়ো এসসি-এসটি শংসাপত্রের কারবার চলছে ৷ অন্য জাতির মানুষজনের অনেকে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার করে নিজেদের নামে ভুয়ো তফশিলি উপজাতি শংসাপত্র তৈরি করছে ৷ কলকাতা হাইকোর্টে তার প্রমাণও মিলেছে ৷ অন্য জাতির মানুষ ভুয়ো তফশিলি উপজাতির শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছে ৷ এই ভুয়ো চাকরিজীবীদের বরখাস্ত করতে হবে ৷ কিছুদিন আগে রাজ্য সরকার এসসি-এসটি অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করেছে ৷ আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি ৷ রাজ্যপালের কাছে এই বিল দ্রুত প্রত্যাহারের দাবি করছি ৷ একই সঙ্গে ফরেস্ট রাইট অ্যাক্ট লাগু করার দাবি করছি ৷”

Last Updated : Jan 4, 2023, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details