পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Awareness: পথ সচেতনতায় যমরাজ বেশে কলেজ পড়ুয়া ! ভুল করলেই দিচ্ছেন চকলেট ও গোলাপ - Awareness

গোলাপ ফুল ও চকলেট নিয়ে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে গদা হাতে স্বয়ং যমরাজ! হঠাৎ রাস্তায় যমরাজ দাঁড়িয়ে কেন? আসলে কলেজ পড়ুয়ারা যমরাজ সেজে পথ নিরাপত্তার সচেতনতামূলক বার্তা দিচ্ছেন (Road Awareness by College Students) ৷

Road Awareness
গদা হাতে স্বয়ং যমরাজ

By

Published : Dec 29, 2022, 9:42 PM IST

গোলাপ ফুল ও চকলেট নিয়ে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যমরাজ

ঘাটাল, 28 ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রাজ্য সড়কের উপর গোলাপ ফুল ও চকলেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গদা হাতে স্বয়ং যমরাজ! ঘাটাল মহকুমা হাসপাতালের গেট সংলগ্ন ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়কের উপর পথ চলতি মানুষজন থেকে শুরু করে বাইক চালক ও ট্রাক ড্রাইভারদের পথ নিরাপত্তার সচেতনতামূলক বার্তা দিচ্ছেন একদল পড়ুয়া (Road Awareness by College Students) ৷

তাঁরা যমরাজ সেজে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস (NSS) বিভাগের ছাত্রছাত্রী ৷ রাজ্য সড়কের উপর দিয়ে যে সকল মানুষজন হেলমেট না-পরে মোটরসাইকেল ও সিট বেল্ট না-লাগিয়ে চারচাকা গাড়ি চালাচ্ছেন সেই সমস্ত গাড়ির চালকদের দাঁড় করিয়ে গোলাপ ফুল ও চকলেট দিয়ে সচেতনতার বার্তা (Road Awareness) দিচ্ছেন ওই কলেজ পড়ুয়ারা। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন, মোটরসাইকেলে দু'জনের বেশি তিনজন উঠবেন না ৷ চারচাকা গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরুন ৷ এছাড়াও তাঁরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন ৷

কলেজ পড়ুয়া জ্যোতি শংকর দোলুই, স্নিগ্ধা মণ্ডলরা বলেন, "আমরা ক্রমাগত দেখছি পুলিশি ধরপাকড়ের পরেও সাধারণ মানুষ সতর্ক হননি, ফেরেনি সচেতনতা। এখনও বহু মানুষ একটি বাইকে তিনজন করে, বিনা হেলমেটে যাতায়াত করছেন ৷ যার জন্যই ঘটছে দুর্ঘটনা। যাতে প্রাণ হারাচ্ছে শিশু থেকে কৈশোর, তরুণ-তরুণী থেকে বয়স্করা। এছাড়াও চার চাকায় যাওয়ার সময় মানুষ মোবাইল কানে নিয়ে যাতায়াত করছেন। তাই এই সচেতনতা ফিরিয়ে আনার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস, যাতে মানুষ সচেতন হয় একটি প্রাণ বাঁচে। যদিও এই সচেতনতায় মানুষের কতটা সচেতন ফেরে সেটাই দেখার ৷

আরও পড়ুন:থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে শহরে জমজমাট আঁকার প্রতিযোগিতা

ABOUT THE AUTHOR

...view details