ঘাটাল, 28 ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রাজ্য সড়কের উপর গোলাপ ফুল ও চকলেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গদা হাতে স্বয়ং যমরাজ! ঘাটাল মহকুমা হাসপাতালের গেট সংলগ্ন ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়কের উপর পথ চলতি মানুষজন থেকে শুরু করে বাইক চালক ও ট্রাক ড্রাইভারদের পথ নিরাপত্তার সচেতনতামূলক বার্তা দিচ্ছেন একদল পড়ুয়া (Road Awareness by College Students) ৷
তাঁরা যমরাজ সেজে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস (NSS) বিভাগের ছাত্রছাত্রী ৷ রাজ্য সড়কের উপর দিয়ে যে সকল মানুষজন হেলমেট না-পরে মোটরসাইকেল ও সিট বেল্ট না-লাগিয়ে চারচাকা গাড়ি চালাচ্ছেন সেই সমস্ত গাড়ির চালকদের দাঁড় করিয়ে গোলাপ ফুল ও চকলেট দিয়ে সচেতনতার বার্তা (Road Awareness) দিচ্ছেন ওই কলেজ পড়ুয়ারা। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন, মোটরসাইকেলে দু'জনের বেশি তিনজন উঠবেন না ৷ চারচাকা গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরুন ৷ এছাড়াও তাঁরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন ৷