দাসপুর 12 আগস্ট : কোরোনা আবহেও বাজল স্কুলের ঘণ্টা । পিঠে বইয়ের ব্যাগ নিয়ে ছুটে এল ছাত্রছাত্রীরা । ক্লাস টেনের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এল । পুরোনো ছন্দে শিক্ষকরাও পড়ালেন ।
দাসপুর 1 ব্লকের হাটসরবেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের আবেদন জমা পড়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের কাছে অভিভাবকরা আবেদন জানান, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল খুলুন। সেই আবেদনের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালন সমিতির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় কোভিড 19 সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চালু হবে স্কুল । সেই মতো বুধবার, 12 আগস্ট ক্লাস টেনের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এল এবং শিক্ষকরাও পাঠদানে অংশ নিল । পুরোনো ছন্দেই বাংলা-অঙ্ক-ইংরেজি পড়ালেন শিক্ষকরা । দিলেন বাড়ির কাজ। তবে স্কুলের প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল। এছাড়া ছাত্র-শিক্ষক উভয়ের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছিল । শ্রেণিকক্ষে মানা হল সামাজিক দূরত্বও ।