ঘাটাল, 15 মে : জন্মদ্বিশতবর্ষের আর চারমাসও বাকি নেই । তার আগেই কলকাতায় ভেঙে দেওয়া হল তাঁর মূর্তি । সারা রাজ্যের মতো তার রেশ পৌঁছেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে । সেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন সেখানকার মানুষ । তাঁদের দাবি, ঘটনায় যে দলেরই লোকজন জড়িত থাকুক না কেন, এই কাজ করতে তাদের ন্যূনতম দ্বিধা হল না ?
গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনা ছড়ায় । পোড়ানো হয় বাইক । বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয় । সেই মূর্তি ভাঙার দায় কার তা নিয়ে গতকাল থেকে তৃণমূল কংগ্রেস ও BJP-র চাপানউতোর শুরু হয়েছে । সবমহল সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে । তাঁদের বক্তব্য, লজ্জায় বাংলার হেঁট হয়ে গেল । একই মত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামের বাসিন্দাদের । নিন্দার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।