খড়গপুর, 22 জুন: ফের খড়গপুর আইআইটিতে রহস্য মৃত্যুর ঘটনা ৷ এবার এক গবেষকের মৃত্যুতে চাঞ্চল্য রাজ্য তথা দেশের এই প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ৷ এক্ষেত্রেও মৃত ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ যদিও কী কারণে এই মৃত্যু, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, এখনও অসমের ছাত্র ফাইজান আহমেদের মৃত্যুর রহস্যের কিনারা হয়নি ৷ তার মধ্যেই মৃত্যু হল গবেষক সুরিয়া দীপনের (22) ৷ তাঁর বাড়ি তামিলনাড়ুতে ৷
সূত্রে জানা গিয়েছে, গবেষক সুরিয়া দীপন মোট 89 দিন ক্লাস করেছে ৷ বুধবার খড়গপুর আইআইটির আরকে হলের 308 নম্বর রুমে ছিলেন তিনি ৷ সেখানে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় ৷ সে সময় ওই রুমে উপস্থিত সহপাঠী পিন্টু সাহা তা দেখতে পেয়ে স্থানীয় বিসি হাসপাতালে খবর দেন ৷ হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে এসে পৌঁছন ৷ এরপর সুরিয়ার ইসিজি করা হয় ৷ তাতেই দেখা যায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর গবেষকের ৷ এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা (অস্বাভাবিক মৃত্যু) রুজু করে তদন্ত শুরু করেছে ৷ মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, পুলিশ ওই গবেষকের দেহ সংরক্ষণ করে রেখেছে ৷ পরে সুরিয়া দীপনের ময়নাতদন্ত হবে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷