পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Car accident : ভিনরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত 2 - bengal police

ভিনরাজ্যে এক নাবালিকার উদ্ধারে গিয়েছিল রাজ্যের পুলিশ। উদ্ধার করে ফেরার পথে রাস্তায় গাড়ি খারাপ হলে তা সারাই করা হচ্ছিল ৷ ঠিক সেই সময় কনটেইনার বোঝাই একটি ডাম্পার ধাক্কা মারে ওই গাড়িটিতে ৷ আর তাতেই মৃত্যু ঘটেছে গাড়ির চালক সহ দু‘জনের ৷

গাড়ির ধাক্কায় মৃত 2 আহত 1
গাড়ির ধাক্কায় মৃত 2 আহত 1

By

Published : Aug 14, 2021, 12:05 PM IST

চন্দ্রকোণা, 14 অগস্ট : দিনকয়েক আগেই চন্দ্রকোণা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোণা পৌরসভার এক নাবালিকা পালিয়ে যায় এক যুবকের সঙ্গে। এরপরই নাবালিকার পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় চন্দ্রকোণা টাউন থানায়। তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে নাবালিকাকে নিয়ে ওই যুবক রয়েছেন উত্তরপ্রদেশে।

গত 8 অগস্ট, সোমবার নাবালিকাকে উদ্ধার করতে নাবালিকার কাকা ও জেঠুকে সঙ্গে নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে গত 12 অগস্ট,বৃহস্পতিবার রাতে বিহারের গয়া জেলার আমাস থানার অন্তর্গত লেম্বুয়া এলাকায় কনটেইনার বোঝাই ডাম্পারের ধাক্কায় মারা যান দু‘জন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, লেম্বুয়ায় পুলিশের এক অফিসার-সহ চার কর্মী, নাবালিকার কাকা ও জেঠু গাড়িতে ছিলেন ৷ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গাড়িটি সারাইয়ের জন্য রাস্তার ধারে দাঁড়ানোর পরে হঠাৎই একটি কনটেইনার বোঝাই ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে গাড়িটিকে ৷ রাস্তা থেকে খাদে পড়ে যায় গাড়িটি।

আরও পড়ুন :Chandrakona Boat: চন্দ্রকোণায় মানুষের কাঁধে পাড় হচ্ছে নৌকা !

ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক তপন বেরা ও নাবালিকার কাকা বাপি চাপড়ির। আহত চন্দ্রকোণা থানার অফিসার প্রবীর দেবনাথকে উদ্ধার করে ভর্তি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাকি পুলিশ কর্মী, উদ্ধার হওয়া নাবালিকা ও তার জেঠু ৷

ওই নাবালিকাকে নিয়ে আসা হয়েছে চন্দ্রকোণায়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ABOUT THE AUTHOR

...view details