চন্দ্রকোনা, 13 মে: লাগামছাড়া করোনায় মৃত্যুর সংখ্যা ৷ এই অবস্থায় ঘাটাল, চন্দ্রকোনা-সহ আশপাশের এলাকায় ও গ্রামীণ এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে ৷ ঘাটাল সরকারি দফতর-সহ বিভিন্ন ক্লাবগুলি এগিয়ে এসেছে এই কাজে । বারবার স্যানিটাইজ করা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় ।
বৃহস্পতিবার ফের চন্দ্রকোনার একাধিক এলাকা স্যানিটাইজ করল ঘাটাল দমকল বিভাগ । বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কিবাজারে চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বর স্যানিটাইজ করেন ঘাটাল দমকল বাহিনীর কর্মীরা । এছাড়াও এদিন চন্দ্রকোনা পৌরসভার রেগুলেটেড মার্কেট-সহ ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর মার্কেট কমপ্লেক্স ও মহেশপুর বাসস্ট্যান্ড স্যানিটাইজ করেন দমকল বাহিনীর কর্মীরা ।
গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা 2 ব্লকে দৈনিক সংক্রমণ লাগামছাড়া গত পরশু অর্থাৎ 11 মে মঙ্গলবার শালবনী কোভিড হাসপাতালে মারা যান চন্দ্রকোনা পৌরসভার বছর সাতচল্লিশের এক বাসিন্দা । সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জনবহুল জায়গাগুলি নিয়মিত ঘাটাল দমকল বিভাগকে দিয়ে স্যানিটাইজ করার উদ্যোগ নেয় প্রশাসন । সপ্তাহখানেক আগেই দমকল বাহিনী দিয়ে চন্দ্রকোনার প্রশাসনিক দফতর-সহ একাধিক জায়গা স্যানিটাইজ করা হয়েছিল ৷ বৃহস্পতিবার পুনরায় সেইসব জায়গা স্যানিটাইজ করে ঘাটাল দমকল বিভাগ ।