মেদিনীপুর, 3 জুন: করোনার সময়ে বাংলা দেখেছিল রেড ভলান্টিয়ারদের মানবিকাতা ৷ সেই ছবি আবার দেখা গেল । ট্রেন দুর্ঘটনায় আহতদের সাহায্যে এগিয়ে এলেন শতাধিক রেড ভলান্টিয়ার ৷ মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া থেকে শুরু করে স্ট্রেচারে হাসপাতালের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ পৌঁছে দেওয়ার মতো কাজ করলেন তাঁরা ৷ দিলেন পাশে থাকার আশ্বাসও।
করমণ্ডল এক্সপ্রসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন ও রাজনৈতিক দল ৷ এদিকে মেদিনীপুরের হাসপাতালগুলিতে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী-কারও দম ফেলার সময় সময় নেই ৷ তাঁদের প্রতি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রেড ভলান্টিয়াররা । সামনে এল আবারও রেড ভলান্টিয়ার মানবিক দিক ।
শনিবার ভোর থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ, খড়গপুর হাসপাতাল চন্দ্রকোনা-সহ জেলার ভিন্ন ভিন্ন সরকারি হাসপাতালে হাজির হন শতাধিক রেড ভলেন্টিয়ার ৷ স্টেচার বওয়া থেকে শুরু করে এক্সরে করানো বিভিন্ন ধরনের ওষুধ পৌঁছন এমনকী রক্ত দিতেও দেখা যায় তাদের রেড ভলেন্টিয়ার সুকুমার মাঝি বলেন, "আমরা শুধু আপদে-বিপদে নয় মানুষের যে কোনও সমস্যার সমাধানে পাশে থেকেছি । তাই দুর্ঘটনার পরই আমাদের একটি দল বালাসোরে চলে যায় । সেখানে আমরাও আহতদের রক্ত দিয়েছি । পাশাপাশি প্রায় শতাধিক রেল ভলান্টিয়ার গোটা জেলা জুড়ে 24 ঘণ্ট ধরে কাজ করে চলছে । এটা আমাদের কর্তব্য ৷"
আরও পড়ুন :মারা গিয়েছেন স্ত্রী, অর্ধাঙ্গিনীকে ফেলে সন্তানদের নিয়েই ফিরলেন স্বাধীন
প্রসঙ্গত, বামেদের ছাত্র যুব নিয়ে গঠন করা হয়েছিল এই রেড ভলেন্টিয়ার। তার উদ্দেশ্য ছিল বিপদে আপদে মানুষের সাহায্য করা। শুধু সময় অসময়ে নয়, বড় বড় বিপর্যয়ের সময়ও এই রেড ভলেন্টিয়াররা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন । বিশেষ করে কোভিডের সময় রেড ভলেন্টিয়াররা ভূমিকা ছিল মনে রাখার মতো । এই ট্রেন দুর্ঘটনাতেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুরের শতাধিক রেড ভলেন্টিয়ার।