আধপোড়া ব্যালট পেপার উদ্ধারে চাঞ্চল্য নারায়ণগড়, 15 জুলাই: ভোট গণনার তিন দিন পরেও রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছে অসংখ্য ব্যালট পেপার, তাও আবার আধপোড়া। এই ঘটনায় শাসক শিবিবের বিরুদ্ধে আবারও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব বিজেপি ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের নেকুড়সনি এলাকায়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বিজেপি মুখপাত্র অরূপ দাস অভিযোগ করে বলেন, "আমরা গত নির্বাচনে অভিযোগ করেছিলাম এবং এবারও অভিযোগ করেছি যে আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। অবাধে ছাপ্পা চলেছে এর সঙ্গে গণনা কেন্দ্রেও ছাপ্পা চালিয়েছে শাসক দল। যাতে মদত দিয়েছে এলাকার বিডিও এবং থানার আধিকারিকরা। ফলে এই আধ পোড়া ব্যালট শয়ে শয়ে উদ্ধার হচ্ছে এলাকায়। আমরা তাই এই নারায়ণগড় এলাকার বিডিও এবং এলাকার ওসিকে গ্রেফতারির দাবি জানাচ্ছি।"
যদিও ছাপ্পা দেওয়া বা ব্যালট পেপার পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির তৃণমূল ৷ পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা বলেন," এখন বিজেপির আর কোনও কাজ নেই। হেরে গিয়ে এই সব বলছে ৷ পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তাই বিরোধীরা কিছু না পেয়ে এখন এসব ভুলভাল রটিয়ে বেড়াচ্ছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তারা নিজেরাই এসব ছাপিয়ে এলাকায় ফেলে, অভিযোগের আঙুল তুলছে শাসকদলের দিকে।"
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে
উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার তিন দিন পর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গণনা কেন্দ্রের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক আধ পোড়া ব্যালাট পেপার। নেকুড়সনি বিবেকানন্দ বিদ্যাভবনের কাছে এই ঘটনা সামনে আসতেই সরব হয় বিজেপি ৷ আধপোড়া ব্যালেট পেপারের একটি ভিডিয়ো ভাইরাল করা হয় বিজেপির তরফ থেকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফলে প্রশ্ন উঠছে, এলাকায় এত ব্যালট পেপার এল কোথা থেকে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।