পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাঁতনে রেশন ডিলারের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ - Ration dealer's body recovered

দাঁতনের তররুই গ্রামের রেশন ডিলার অমূল্যকুমার বেরার (70) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । গ্রামবাসীদের অভিযোগ, সম্পত্তির জন্য তাঁকে খুন করা হয়েছে । মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা । অবশেষে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দাঁতনে রেশন ডিলারের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Nov 13, 2019, 3:15 PM IST

দাঁতন, 13 নভেম্বর : দাঁতনে তররুই গ্রামের রেশন ডিলার বছর 70-এর অমূল্যকুমার বেরার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । গ্রামবাসীদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে । মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা । অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

কি বললেন গ্রামবাসীরা ? দেখুন ভিডিয়ো...
গতকাল সকালে দাঁতনের তররুই গ্রামে বাড়ির ভেতর থেকে রেশন ডিলার অমূল্য কুমার বেরার (70) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । এরপর মৃতদেহ সংগ্রহ করতে এলে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, খুন হয়েছেন এই রেশন ডিলার । তাই সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করে তবে মৃতদেহ নিয়ে যেতে পারবে পুলিশ । পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা । উত্তেজনার জেরে দীর্ঘক্ষণ মৃতদেহ সংগ্রহ করতে পারেনি দাঁতন পুলিশ । গ্রামবাসী তপন কুমার প্রধানের জানান, অমূল্যবাবু খুব ভালো লোক এবং রেশন ডিলার ছিলেন । মূলত রেশন সামগ্রী বিক্রি করে তিনি সংসার চালাতেন । ছেলে এবং বাবার নামে এই রেশনের ডিলারশিপ ছিল । তিনি আরও বলেন, "আমাদের কাছে বিভিন্ন সময় অমূল্যবাবু তাঁর ছেলে, নাতজামাই ও বৌমার বিরুদ্ধে অভিযোগ জানাতেন । অভিযোগ করতেন যে, তাঁকে মারধর করা হয় এবং বিভিন্নভাবে অত্যাচার করা হয় । নাতজামাই ও বৌমা মিলে তাঁকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিত বলেও মাঝেমাঝে অভিযোগ করতেন অমূল্যবাবু । কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যাবে আমরা ভাবতে পারিনি । আমরা মাঝে মাঝে এর প্রতিবাদ করেছি কিন্তু কোনও লাভ হয়নি । তাই আমরা সবাই চাই, অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পাক ।" সাময়িকভাবে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পরে উত্তেজনা কমলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details