পশ্চিম মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি: মধ্যবয়সী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার খামারবাড়ি এলাকার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলা জঙ্গলে ছাগল খুঁজতে গেছিলেন৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোক তাঁকে খুঁজতে জঙ্গলে যান ৷ সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে মৃতের পরিবার ৷
শালবনিতে মহিলাকে ধর্ষণের পর খুনের অভিযোগ
শনিবার বাড়ির পোষা ছাগলদের জঙ্গলে চড়াতে নিয়ে গেছিলেন শালবনির খামারবাড়ি এলাকার বছর 50-এর এক মহিলা৷ দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় মহিলার বাড়ির লোক তাকে জঙ্গলে খুঁজতে যায়৷ সেখানেই ওই মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করেন তার পরিবারের লোকেরা৷ মৃতের পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷
শনিবার দুপুরের দিকে বাড়ির পোষা ছাগলদের জঙ্গলে চড়াতে নিয়ে গেছিলেন শালবনির খামারবাড়ি এলাকার বছর 50-এর এক মহিলা ৷ বাড়ি ফেরার পর একটি ছাগলকে তিনি খুঁজে পাচ্ছিলেন না ৷ সেটিকে খুঁজতে ফের তিনি জঙ্গলে যান ৷ তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি বলে দাবি মহিলার প্রতিবেশীদের ৷ দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় মহিলার বাড়ির লোক জঙ্গলে খুঁজতে যায় ৷
বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ওই মহিলার বিবস্ত্র দেহ দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা ৷ মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ মৃতের দেহে নখের দাগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পরিজনদের দাবি ৷ ঘটনাস্থানে মহিলার ভাঙা শাঁখা-পলা পড়ে থাকতে দেখা যায় ৷ ঘটনার তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে চারজনকে আটক করে ৷ পরে একজনকে গ্রেপ্তার করলেও বাকিদের ছেড়ে দেওয়া হয় ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷