পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হকার এবং পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেসন শুরু করল রামজীবনপুর পৌরসভা

হকার এবং পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেসন শুরু হল রামজীবন পৌরসভায় ৷ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 1নং ব্লকের রামজীবন পৌরসভায় 18 বছরের বেশি বয়সের সব হকার ও পরিবহণ কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷

Ramjivanpur Municipality started vaccinating hawkers and transport workers in west medinipur
হকার এবং পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেশন শুরু করল রামজীবনপুর পৌরসভা

By

Published : May 20, 2021, 4:28 PM IST

রামজীবনপুর (পশ্চিম মেদিনীপুর) 20 মে : চন্দ্রকোণার রামজীবনপুর হকারদের ভ্যাকসিনেসন শুরু করল প্রশাসন ৷ রামজীবন পৌরসভার তরফে আজ ওই এলাকার হকারদের ভ্যাকসিনেসনের ব্যবস্থা করা হয়েছে ৷ সেই সঙ্গে পরিবহণ কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

হকার এবং পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেসন শুরু হল রামজীবন পৌরসভায় ৷ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 1নং ব্লকের রামজীবন পৌরসভায় 18 বছরের বেশি বয়সের সব হকার ও পরিবহণ কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনেসনে হকার এবং পরিবহণ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে । সেই মতো বুধবার থেকে রামজীবনপুর পৌরসভায় নথিভুক্ত মোট 390 জন হকার ও পরিবহণ কর্মীদের টিকা দেওয়া শুরু করেছে পৌরসভা । দৈনিক 50 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷

আরও পড়ুন : যোগাযোগের অভাবে কোরোনা প্রতিষেধক পাচ্ছেন না অনেকেই : অতীন ঘোষ

সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন পেয়ে খুশি হকার এবং পরিবহণ কর্মীরা ৷ রামজীবনপুর ছাড়াও এদিন ঘাটাল মহকুমার চন্দ্রকোণা, ক্ষীরপাই, ঘাটাল, খড়ার সহ আরও 4টি পৌরসভায় ভ্যাকসিনেসন শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details