চন্দ্রকোনা, 28 মে : দোকানপাট বাজার-ঘাট থেকে শুরু করে সরকারি দপ্তর ৷ সর্বত্রই মানতে হচ্ছে সামাজিক দূরত্ব বিধি ও মুখে মাস্ক পরার নিয়ম । আর এসব বিধি নিষেধের বেড়াজালকে উপেক্ষা করে চলল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান । রামজীবনপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যানের কক্ষের এমন ছবি ধরা পড়ল ক্যামেরায় ।
সামাজিক দূরত্ব না মেনে রামজীবনপুর পৌরসভায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান - Covid 19
গত ২৭ মে রামজীবনপুর পৌরসভার মেয়াদ শেষ হয় । তারপর সরকারি ঘোষণা অনুযায়ী, ওই পৌরসভায় প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন প্রাক্তন চেয়ারম্যান নির্মল চৌধুরি ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত পাঁজা । রামজীবনপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় ।
গত ২৭ মে রামজীবনপুর পৌরসভার মেয়াদ শেষ হয় । তারপর সরকারি ঘোষণা অনুযায়ী, ওই পৌরসভায় প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন প্রাক্তন চেয়ারম্যান নির্মল চৌধুরি ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত পাঁজা । রামজীবনপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় । পাশাপাশি প্রশাসক নিযুক্ত হওয়ায় কাউন্সিলরদের তরফে নির্মল চৌধুরি ও সুজিত পাঁজাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় কর্মচারীরা । একসঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো এবং একে অপরের হাত স্পর্শ করে ফুলের তোড়া বিনিময়ের ছবিও দেখা যায় ।
এই নিয়ে BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি তরুণ দে বলেন, “তৃণমূল কোন নিয়মনীতি মানে না । আইনের ধার ধারে না । শুধুমাত্র বিরোধীদের জন্য সমস্ত আইন । তৃণমূলের কাছে আইন নিয়ম সব হাতের মুঠোয় । যত নিয়ম আমাদের জন্য । তাই চেয়ারম্যান সংবর্ধনা জানাতে গাদাগাদি করে দাঁড়িয়ে, মুখে মাস্ক না পরে ফুলের তোড়া দিতে ব্যস্ত সবাই ।”
অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান তথা নবনিযুক্ত পৌর প্রশাসক নির্মল চৌধুরি বলেন, “আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানটি পৌরসভার কর্মীদের নিয়ে হয়েছিল । তাছাড়া প্রত্যেককে জীবাণুমুক্তকরণ করে অনুষ্ঠানে অংশ নিয়েছিল । বাইরের কেউ ছিলেন না । তাই সংক্রমিত হওয়ার কোনও ভয় নেই ।”