মেদিনীপুর, 2 ডিসেম্বর: রাজ্য সরকারের নির্দেশিকা (Govt guideline), পড়ুয়াদের পরতে হবে নীল-সাদা পোশাক (Blue and White School uniform)৷ অথচ সেই নির্দেশিকাকে মান্যতা দিল না মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন স্কুল (Ramakrishna Mission School)। তারা চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল, তাদের পুরনো পোশাকই বহাল থাকবে (West Midnapore news)।
রাজ্য সরকারের দেওয়া পোশাক বিধি মানছে না রামকৃষ্ণ মিশন ৷ তারা রীতিমতো নোটিশ দিয়ে তাদের পড়ুয়াদের জানাল যে, তাদের পুরনো পোশাকই বহাল থাকবে । সম্প্রতি রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে যে, রাজ্যের সমস্ত স্কুলগুলিতে রাজ্য সরকারের দেওয়া নির্ধারিত নীল-সাদা পোশাক পরতে হবে পড়ুয়াদের । শিক্ষা দফতর সেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে রাজ্যের সমস্ত স্কুলে । পাঠানো হয়েছে পড়ুয়াদের পোশাকও । কিন্তু রাজ্য সরকারের এই নির্দেশিকাকে উপেক্ষা করেই নিজেদের পুরনো পোশাক বহাল রাখল রামকৃষ্ণ মিশন ।
রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, তাদের বেলুড় মঠ কর্তৃক নির্দেশিকাকেই তারা বহাল রেখেছে । বেলুড় মঠ থেকে জানানো হয়েছে, যেহেতু রামকৃষ্ণ মিশন একটি ট্রাস্ট এবং বেলুড় মঠ দ্বারা পরিচালিত, তাই রামকৃষ্ণ মিশন কোনওভাবেই রাজ্যের নির্দেশিকাকে প্রাধান্য দেবে না । তাতে পড়ুয়াদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে । বেলুড় মঠ থেকে সমস্ত রামকৃষ্ণ মিশন স্কুলগুলোতে এই নির্দেশিকাই বহাল রাখতে বলা হয়েছে । আর এই নিয়েই চর্চা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ।