মেদিনীপুর, 7 জুন :অনলাইন পরীক্ষার দাবিতেরাত পর্যন্ত এবার কলেজ ঘেরাও পশ্চিম মেদিনীপুরে ৷ বিক্ষোভে উত্তাল রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ (Raja Narendra Lal Khan Womens College students demand online exam in West Medinipur)। পড়ুয়াদের দাবি, অফলাইনে নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে । দফায়-দফায় বৈঠকের পরেও করেও মেলেনি সমাধান ।
অনলাইন পরীক্ষার দাবি নিয়ে নরেন্দ্রলাল খান কলেজে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঘেরাও চলল ছাত্রীদের । অতিমারী কাটিয়ে ওঠার পর অনলাইন ছেড়ে অফলাইন পরীক্ষার পথে হাঁটছে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ । চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে নিয়েছে পর্ষদ । কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অনলাইন পরীক্ষার দাবি রাজ্যে সংক্রমণের মতো ছড়াচ্ছে । সেই তালিকায় সংযোজন মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান গার্লস কলেজ । সোমবার ছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখান প্রিন্সিপালকে ঘিরে । কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারে চতুর্থ এবং ষষ্ঠ সেমস্টারের পরীক্ষা হবে অফলাইনে । আর তা ঘিরেই বিক্ষোভ ছাত্রীদের মধ্যে ।