মেদিনীপুর, 9 সেপ্টেম্বর: পুজোর আগে শহরে টহলদারির পাশাপাশি মানুষের সঙ্গে আলাপচারিতা বাড়াতে শুক্রবার রাস্তায় নামলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আধিকারিকরা(Public relations of paschim medinipur police on streets to avoid unwanted incident during Puja)। মূলত পুজোর কয়েকদিন ধরে পুলিশ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে রকে আড্ডা কমানো, দুষ্কর্মমূলক কাজ এড়াতে এবং চুরি ছিনতাই বন্ধ করতে ৷ পুজোর আগে এই ক'দিন টহলদারি চলবে বলে পুলিশ সূত্রে খবর ।
Paschim Medinipur Police: পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে জনসংযোগে রাস্তায় নামল পুলিশ - paschim medinipur police on streets
পুজোর আগে থেকেই তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur Police)৷ মেদিনীপুর শহরের ব্যস্তবহুল এলাকা গোলকুয়াচক, বটতলা চক, নিমতলা চক-সহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে পুলিশ ।
মেদিনীপুর কোতোয়ালি থানার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গা ও ব্যস্ত রাস্তার মোড়ে মোড়ে দোকানদার, পথচারী এবং জনসাধারণের সঙ্গে কথা বলেন পুলিশের আধিকারিকবৃন্দ । এরই সঙ্গে তাঁরা মোটরবাইক, গাড়িচালক, ভ্যান চালক এবং চা দোকানের মালিকদের সুবিধা অসুবিধার কথা শোনেন ৷ পুলিশ আধিকারিকদের সঙ্গে এদিন ছিলেন ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, কোতোয়ালি থানার আইসি পার্থ পাল-সহ বিশিষ্ট পুলিশ আধিকারিকরা(paschim medinipur police on streets)। মেদিনীপুর শহরের ব্যস্তবহুল এলাকা গোলকুয়াচক, বটতলা চক, নিমতলা চক-সহ বিভিন্ন জায়গায় টহল দেন তাঁরা ।
প্রসঙ্গক্রমে বলা যায়, পুজোর সময় বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য কিছু মানুষের অভিসন্ধি থাকে । এরই সঙ্গে চুরি ছিনতাই যেমন বেড়ে যায় তেমনি বাইক চোর ও গাড়ি চোরের দাপট থাকে । এছাড়াও অবৈধ টোটোর যাতায়াত এবং বিভিন্ন রকবাজি আড্ডাতে দুষ্কর্মমূলক কাজকর্ম ঘটে যায় শহরে । সেগুলো যাতে বন্ধ করা যায় তারই জন্য ব্যস্তবহুল এলাকায় মোড়ে মোড়ে চলছে পুলিশের নজরদারি ৷
আরও পড়ুন :পুজো চুরির অভিযোগ শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে !