পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেলেনি চাকরি, মেদিনীপুরে বিক্ষোভ B.Ed উত্তীর্ণদের - চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে শিক্ষিত বেকাররা । B.Ed, D.Ed-সহ যাবতীয় ডিগ্রি নিয়েও এখনও পর্যন্ত চাকরি পাননি অনেকে ।

Midnapore news
ছবি

By

Published : Nov 9, 2020, 6:57 PM IST

মেদিনীপুর, 9 নভেম্বর : দীর্ঘ চার বছর নাইন টু টেন-সহ কোনও SSC পরীক্ষা হয়নি । কোনও কাজ না পেয়ে আত্মহত্যার শিকার হচ্ছে, এমন ঘটনাও মাঝে মাঝেই সামনে আসছে । বাড়ির সোনা-গয়না, জমি-জমা বন্ধক দিয়ে B.Ed করে কর্মহীন হয়ে বসে রয়েছেন অনেকে । অথচ রাজ্যে কোনও প্রকার চাকরির নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ । এই পরিস্থিতিতে চাকরিতে নিয়োগের দাবিতে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশনের কর্মহীন যুবক যুবতিরা ।

তাঁদের অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে শিক্ষিত বেকাররা । B.Ed, D.Ed-সহ যাবতীয় ডিগ্রি নিয়েও এখনও পর্যন্ত চাকরি পাননি অনেকে । তাঁদের দাবি, বিগত বাম সরকারের আমলে বছর বছর B.Ed প্রাপ্ত পরীক্ষার্থীদের জন্য SSC-র ব্যবস্থা ছিল । সেই SSC পরীক্ষা থেকে নিয়োগ হত রাজ্যের অনেককে । কিন্তু, বিগত চার বছর ধরে রাজ্য সরকারের কোনও ধরনের SSC পরীক্ষা হয়নি । হয়নি নাইন টু টুয়েলভ-এর SSC পরীক্ষাও ।

মেদিনীপুরে বিক্ষোভ B.Ed উত্তীর্ণদের

চাকরির দাবিতে মেদিনীপুর শহরের কেরানিতলা চকে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে দুই সংগঠন । পথ অবরোধও করা হয় । নিজেদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ শামিল হন তাঁরা । আগামীদিনে সমস্যার সমাধান না হলে, আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা ।

পরীক্ষার্থী চন্দন গোহাল বলেন, "যেখানে প্রতি বছর SSC এবং প্রাইমারি পরীক্ষা হত, নিয়োগ হত বেকাররা ।সেখানে চার বছর বন্ধ এই পরীক্ষা । রাজ্য সরকারের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই । 2021 এর ভোট চলে এসেছে । আমরা কোন রাজনীতি করতে চাই না । কিন্তু আমরা চাই আমাদের দাবি বুঝে নিতে । যেখানে দুর্গা পুজোর জন্য ক্লাব অনুদান পেতে পারে 50 হাজার টাকা করে, ব্যবসায়ীরা অনুদান পেতে পারেন, ইমাম-পুরোহিতরা অনুদান পেতে পারেন, সেখানে শিক্ষিত বেকাররা কেন নিয়োগ পাবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details