ঘাটাল, 16 নভেম্বর: হারিয়েছে কাজ, মেলেনি বেতন । তাই কাজ ও বকেয়া বেতনের দাবিতে ঘাটাল মহকুমা হাসপাতালের (Ghatal Sub Divisional Hospital) জরুরি বিভাগের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান-বিক্ষোভে বসল 32 জন অস্থায়ী কর্মী (Health Workers Protest in Ghatal) ।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিজেদের দাবি-দাওয়া নিয়ে করোনার সময়কালে কাজ করা 32 জন অস্থায়ী কর্মী অবস্থান-বিক্ষোভে বসলন । তাঁদের দাবি, করোনার সময়কালে তাঁরা ঘাটাল হাসপাতালে করোনা বিভাগে কাজ করেছেন কিন্তু ঘাটাল হাসপাতালে দীর্ঘদিন কাজ করার পরেও তাঁদের যে ঠিকা কর্মী কাজে নিযুক্ত করেছিল তিনি তাঁদের 10 মাসের বকেয়া বেতন দেয়নি । এমনকী ওই কর্মীদের কাজ বন্ধ বলে জানিয়ে দিয়েছেন হাসপাতাল ও ঠিকাদার সংস্থা । এই অবস্থায় কাজ হারিয়ে বিপাকে পড়েছেন প্রায় 32 জন অস্থায়ী কর্মী । বকেয়া টাকা ও কাজের দাবিতে বিভিন্ন প্রশাসনের দফতরে ঘুরে লিখিত অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না পেয়ে এদিন সকাল থেকেই ঘাটাল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান-বিক্ষোভে বসলেন তাঁরা । তাঁদের দাবি, দ্রুত তাঁদের প্রাপ্য টাকা ও কাজ দিতে হবে ।