পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sexual Assault: মেদিনীপুরে বছর আটের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগের গ্রেফতার অধ্যাপক

আট বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ৷ পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ আপাতত তিনি দু’দিনের জন্য পুলিশি হেফাজতে রয়েছেন ৷

Sexual Assault
Sexual Assault

By

Published : Jun 27, 2023, 12:19 PM IST

মেদিনীপুর, 27 জুন: আট বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অধ্যাপক ৷ রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত সুরথ কুমার মালিককে গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতকে দু’দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ৷ জেরা করে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে ৷ নির্যাতিতার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে: গত 8-9 বছর ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন অধ্যাপক সুরথ কুমার মালিক । তিনমাস আগে তিনি অসমের শিলচরে অসম বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজে যোগ দেন । নিজের পেশার জগতে যথেষ্ট সফল ও প্রশংসিত এই অধ্যাপক শিলচরের ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ায় আপাতত এক বছরের জন্য লিয়েন নিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে । মাস তিনেক আগে তিনি সেখানে যোগ দিলেও, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে মেদিনীপুর শহরের আবাসনেই ছিলেন ।

আরও পড়ুন:বেঙ্গালুরুতে লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা, অভিযুক্ত ডেলিভারি বয়

যৌন হেনস্তার অভিযোগ:স্ত্রী, দুই সন্তান ও নিজেদের আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য 2-3 দিন আগে শিলচর থেকে ওই অধ্যাপক মেদিনীপুর শহরে আসেন । অভিযোগ, গত রবিবার বিকেলের দিকে তাঁর কোয়ার্টারের ঠিক পাশের কোয়ার্টারে দীর্ঘদিনের প্রতিবেশীর আট বছরের নাবালিকা কন্যার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন ৷ ঘটনার কথা কাউকে জানালে ছোট্ট মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেন৷ তবে, মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ৷

ওই নাবালিকার বাবা-মা মেদিনীপুর মহিলা থানার দ্বারস্থ হন ৷ সেখানেই অভিযোগ দায়ের করেন ৷ পুলিশের তরফেই মেয়েটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ তার পর রবিবার রাতেই ওই অধ্যাপককে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে ৷ সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী গৌতম মল্লিক ।

পরিচিতদের প্রতিক্রিয়া:এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে অধ্যাপকের পরিচিত মহল মুখে কুলুপ এঁটেছে ৷ কেউ এই বিষয়ে মুখ খুলতে নারাজ ৷ কারণ, অধ্যাপকের ভাবমূর্তির সঙ্গে এই অভিযোগের মিল খুঁজে পাচ্ছেন না অনেকেই ৷ তার উপর নির্যাতিতা আর অধ্য়াপকের মেয়ের বয়স একই ৷ ওই মেয়ে দু’টি পরস্পরের বন্ধু ৷ একসঙ্গে খেলতেও দেখা যেত তাদের ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফেও কেউ কোনও কথা বলতে নারাজ ৷

আরও পড়ুন:অশালীন ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেফতার 1

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বলেন, "শিক্ষক হিসেবে ওনার প্রশংসা শুনেছি সর্বত্র । তবে এই ধরনের বিষয় ওঁর নামে আগে কখনও শুনিনি । যদিও, উনি এখন অসমের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । তাই, এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details