গড় প্রতাপনগর, (পশ্চিম মেদিনীপুর) 18 সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজো সেরে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু মাঝ রাস্তায় জলের তোড়ে ভেসে গেলেন বাবা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের গড় প্রতাপনগরে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ঘাটাল পৌরসভার গড় প্রতাপনগরের বাসিন্দা দিলীপ হড় ও তাঁর ছেলে রাজকুমার হড় ঘাটাল ইলেকট্রিক অফিসে বিশ্বকর্মা পুজো করতে যান ৷ বন্যার জল কিছুটা কম থাকলেও বৃদ্ধ বাবার সঙ্গে ছিলেন ছেলে, বৃদ্ধের স্ত্রী ৷ পুজো শেষে সন্ধেয় বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় জলমগ্ন রাস্তায় জলের স্রোতে তলিয়ে যান বাবা দিলীপ হড় । ছেলের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত পৌঁছে দিলীপবাবুকে কোনওক্রমে উদ্ধার করলেও প্রাণে বাঁচানো যায়নি ৷
এক মানুষ জলের মধ্যে রাত এগারোটা নাগাদ নৌকো করে অনেক কষ্টে ঘাটাল থানার পুলিশের সহযোগিতায় দিলীপবাবুকে ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয় । ততক্ষণে মারা গিয়েছেন পুরোহিত দিলীপ হড় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয় । মৃতের ছেলে রাজকুমার হড় বলেন, "আমি, বাবা আর মা পুজো সেরে বাড়ি ফিরছিলাম ৷ একে অপরের থেকে এক হাত দূরত্বে ছিলাম। কিন্তু রাস্তায় প্রবল স্রোতে কিছু বুঝে ওঠার আগে বাবা স্রোতে তলিয়ে যান ।