নারায়ণগড়, 7 ফেব্রুয়ারি: গৃহবধূর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (housewife's hanging body rescue) । শনিবার নারায়ণগড়ের বাসুটিয়া এলাকার ঘটনা । পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল গৃহ বধূকে । পণের দাবি না-মেটায় হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির দিকে (pressure for dowry) । ঘটনার পরে পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।
জানা গিয়েছে, সাত মাস আগেই নারায়ণগড়ের বাসুটিয়া গ্রামের এক যুবকের সঙ্গে সাত মাস আগে বিয়ে হয়েছিল জবা দাসের (19) । অভিযোগ, বিয়ের পর থেকে ওই গৃহবধূকে পণের জন্য চাপ দিত ও মারধোর করত শ্বশুরবাড়ির লোকজন । অশান্তি এড়াতে ওই গৃহবধূ বাপের বাড়িতে থাকতেন । মৃত্যুর একদিন আগেই ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন । তারপরেই শনিবার গৃহবধূর বাপের বাড়িতে মৃত্যুর খবর যায় । শ্বশুরবাড়ি থেকে জানানো হয় জবা দাস আত্মহত্যা করেছন । বেলদা থানার পুলিশ এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে । ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন ।