খড়গপুর, 17 ডিসেম্বর: খড়গপুর আইআইটির 69তম সমাবর্তন অনুষ্ঠানে আগামিকাল অর্থাৎ সোমবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গেই থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ এবারে প্রতিষ্ঠানের 9 জন গোল্ড মেডেল এবং 26 জন সিলভার মেডেল পাবেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে একাধিক গবেষক, পড়ুয়ার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
স্বভাবতই এবারের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত ব্যস্ততা খড়গপুর আইআইটি'তে। সেখানে রাজ্যপালের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন রাষ্ট্রপতি। আইআইটি সূত্রে জানা গিয়েছে, এবারের সমাবর্তন অনুষ্ঠানে 'মহামহোপাধ্যায়' উপাধি দেওয়া হবে ভদ্রেশ্বর স্বামী, সুন্দর পিচাই, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনকে। পাশাপাশি 'জীবনকৃতি সম্মান 2023' পেতে চলেছেন অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্ন। 'এইট লাইফ ফেলো অ্যাওয়ার্ড' পাচ্ছেন ইনস্টিটিউটের বিজয় কুমার সারস্বত, প্রফেসর রবি কুমার ভাস্করণ, প্রফেসর প্রেম ভরত, সমীর ভি কামাত, শ্রী ক্রিস গোপালকৃষ্ণন, ভি নারায়ণা প্রমুখ। এবারে ইনস্টিটিউটের ন'জন পড়ুয়া পাচ্ছেন স্বর্ণ পদক এবং 26 জন পাচ্ছেন রৌপ্য পদক। এছাড়াও বিভিন্ন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হবে সোমবারের সমাবর্তন অনুষ্ঠানে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে বলে জানা গিয়েছে। সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে ৷