পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Martyrs' Day 21 July : 21 জুলাইয়ের প্রস্তুতি চন্দ্রকোনায়! বৃষ্টি উপেক্ষা করে চলছে দেওয়াল লিখন - শহিদ দিবসে ধর্মতলার সমাবেশ

শহিদ দিবস আর এক মাস ৷ তারমধ্যেই প্রস্তুতি শুরু করল তৃণমূল। খোদ নিজেই রং-তুলি হাতে দেওয়াল লিখলেন বিধায়ক অরূপ ধাড়া ৷ সঙ্গে সারলেন 21 জুলাইয়ের প্রচারও (Preparetion Martyrs' Day 21 July in Chandrakona) ৷

21 July
খোদ নিজেই রং-তুলি হাতে দেওয়াল লিখলেন বিধায়ক অরূপ ধাড়া

By

Published : Jun 20, 2022, 5:50 PM IST

চন্দ্রকোনা, 20 জুন :গত দু'বছর কোভিডের জেরে শহিদ দিবসে ধর্মতলার সমাবেশ বন্ধ থাকার পর আবার সভা হচ্ছে খোলা মঞ্চে। আর এই কোভিডের জেরে ভার্চুয়ালি শহিদ দিবস পালন করেছে শাসকদল-তৃণমূল (Preparetion Martyrs' Day 21 July in Chandrakona)।

কোভিডের জেরে ধর্মতলায় শহিদ দিবসে একত্রিত হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার পরিবর্তে ব্লকে-ব্লকে জায়ান্ট স্ক্রিনেই চোখ রাখতে হয়েছিল দলের নেতা থেকে কর্মীদের। এবছর 21 জুলাইয়ের শহিদ স্মরণ ধর্মতলায় আয়োজিত হবে ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গিয়েছে রাজ্য নেতৃত্বের ৷ সে মতোই রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করেই হাতে রং তুলি নিয়ে 21 জুলাইয়ের সমর্থনে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন থেকে প্রচার শুরু করে দিলেন ৷

প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গিয়েছে রাজ্য নেতৃত্বের

আরও পড়ুন :যারা সেনাবাহিনীতে কাজ করবে, তারা দেশের সম্পত্তি নষ্ট করতে পারে না, বললেন সুকান্ত মজুমদার

বিধায়কের কথায়, 'এবছর 21 জুলাই শহিদ দিবস পালনে ধর্মতলা চলো ডাক দিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু হল। বিধানসভা এলাকা জুড়ে এই প্রচার চলবে। পাশাপাশি ব্লক ও বুথেও বৈঠক করে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হবে শহিদ তর্পনের জন্য।

ABOUT THE AUTHOR

...view details