চন্দ্রকোনা, 20 জুন :গত দু'বছর কোভিডের জেরে শহিদ দিবসে ধর্মতলার সমাবেশ বন্ধ থাকার পর আবার সভা হচ্ছে খোলা মঞ্চে। আর এই কোভিডের জেরে ভার্চুয়ালি শহিদ দিবস পালন করেছে শাসকদল-তৃণমূল (Preparetion Martyrs' Day 21 July in Chandrakona)।
কোভিডের জেরে ধর্মতলায় শহিদ দিবসে একত্রিত হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার পরিবর্তে ব্লকে-ব্লকে জায়ান্ট স্ক্রিনেই চোখ রাখতে হয়েছিল দলের নেতা থেকে কর্মীদের। এবছর 21 জুলাইয়ের শহিদ স্মরণ ধর্মতলায় আয়োজিত হবে ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গিয়েছে রাজ্য নেতৃত্বের ৷ সে মতোই রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করেই হাতে রং তুলি নিয়ে 21 জুলাইয়ের সমর্থনে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন থেকে প্রচার শুরু করে দিলেন ৷