পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহ-র আতিথেয়তায় প্রস্তুত কৃষক পরিবার, দুপুরে পাতে ভাত-ডাল-রুটি - রান্না হবে ভাত, ডাল, রুটি, পটল, সুক্ত

বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই শালবনি থানার কর্ণগড় 10 নম্বর পঞ্চায়েতের বালীজুড়ি গ্রামের বাসিন্দা সনাতন সিংহ-র বাড়ির মাটির দেওয়ালে রং পড়তে শুরু করেছে । সনাতন জানান, এত বড় ব্যক্তি আসছেন, আমি গর্বিত ।

farmer-family-prepared-hospitality-of-shah
farmer-family-prepared-hospitality-of-shah

By

Published : Dec 18, 2020, 5:05 PM IST

Updated : Dec 18, 2020, 5:15 PM IST

বালিজুড়ী, 18 ডিসেম্বর : রাত ফুরোলেই অমিত শাহর সফর জঙ্গলমহলে । সভার পাশাপাশি তিনি মধ্যাহ্নভোজ সারবেন স্থানীয় কৃষক বাড়িতে । কলাপাতায় ডাল-ভাত-শুক্ত খেয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচার সভায় ভাষণ দেবেন শাহ ৷ এদিকে কেন্দ্রীয়মন্ত্রী আসবেন বলে সাজসাজ রব গরিব কৃষক সনাতন সিংহ-র বাড়িতে ৷

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শালবনি থানার কর্ণগড় 10 নম্বর পঞ্চায়েতের বালীজুড়ি গ্রামের বাসিন্দা সনাতন সিংহ-র বাড়ির মাটির দেওয়ালে রং পড়তে শুরু করেছে । সনাতন জানান, এত বড় ব্যক্তি আসছেন, আমি গর্বিত । শনিবার দুপুরে কী খাবেন অমিত শাহ ? সনাতন জানালেন, দুপুরে মন্ত্রীর কলপাতার পাতে পড়বে ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, খোসলা শাক ভাজা, শুক্ত, ফুলকপির তরকারি, দই, মিষ্টি ও চাটনি-পাঁপড় । রান্না করবেন সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা ।

অমিত শাহ-র আতিথেয়তার প্রস্তুতি জঙ্গলমহলের কৃষক পরিবারে ৷

বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন জানার পর থেকেই আপ্লুত গোটা সিং পরিবার । বছর ছাব্বিশের যুবক সনাতন রাজমিস্ত্রির কাজ ছাড়াও নিজের বিঘা তিনেক জমিতে ধান চাষ করেন । তা দিয়েই চলে সংসার । বাবা ঝুনু সিংহ চাষের কাজে সহযোগিতা করেন । সনাতনের রয়েছে তিন বছরের মেয়ে সুস্মিতা ৷ সে থেকে থেকেই অবাক হচ্ছে বাড়িতে এত মানুষ দেখে । একচালা মাটির বাড়ি, সামনে উঠোন । পাশেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থে তৈরি হচ্ছে পাকা বাড়ি ।

সনাতন বলেন, ভাবিনি কোনওদিন কেন্দ্রীয়মন্ত্রী আমাদের বাড়িতে খাবেন ৷ জানতে পারি কয়েকদিন আগে ৷ খুব খুশি হয়েছি একথা জেনে ৷ অতিথিকে বাঙালি রীতিনীতি মেনে খাবার খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছি । নিজেদের সেরা খাবারটাই উপহার দেব মন্ত্রীকে ।

Last Updated : Dec 18, 2020, 5:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details