বালিজুড়ী, 18 ডিসেম্বর : রাত ফুরোলেই অমিত শাহর সফর জঙ্গলমহলে । সভার পাশাপাশি তিনি মধ্যাহ্নভোজ সারবেন স্থানীয় কৃষক বাড়িতে । কলাপাতায় ডাল-ভাত-শুক্ত খেয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচার সভায় ভাষণ দেবেন শাহ ৷ এদিকে কেন্দ্রীয়মন্ত্রী আসবেন বলে সাজসাজ রব গরিব কৃষক সনাতন সিংহ-র বাড়িতে ৷
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শালবনি থানার কর্ণগড় 10 নম্বর পঞ্চায়েতের বালীজুড়ি গ্রামের বাসিন্দা সনাতন সিংহ-র বাড়ির মাটির দেওয়ালে রং পড়তে শুরু করেছে । সনাতন জানান, এত বড় ব্যক্তি আসছেন, আমি গর্বিত । শনিবার দুপুরে কী খাবেন অমিত শাহ ? সনাতন জানালেন, দুপুরে মন্ত্রীর কলপাতার পাতে পড়বে ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, খোসলা শাক ভাজা, শুক্ত, ফুলকপির তরকারি, দই, মিষ্টি ও চাটনি-পাঁপড় । রান্না করবেন সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা ।