খড়গপুর, 21 অক্টোবর: রাজস্থানী সংস্কৃতির অন্যতম লোকনৃত্য ঘুমর । রঙিন ঘাঘরায় জমকালো সাজে এই বিশেষ ধরণের নাচ পরিবেশন করেন রাজস্থানী মহিলারা । যাঁরা ঐতিহ্য মেনে মুখের অর্ধেক অংশ ঢাকেন ঘোমটায়। বাদ্যযন্ত্রের তালে নেচে ওঠেন বেশ। প্রথমে ভিল উপজাতিরা দেবী সরস্বতীর পুজো করার জন্য এই নৃত্য পরিবেশন করেছিলেন । যা পরবর্তীতে অন্যান্য রাজস্থানী সম্প্রদায়গুলো গ্রহণ করে ফেলে । সেই নৃত্যকেই এবারের থিম হিসেবে বেছে নিয়েছে খড়গপুর আইআইটি সংলগ্ন প্রেমবাজার পুজো কমিটি ।
এবারে 64তম বর্ষে 24 লক্ষ টাকা খরচ করে তারা মণ্ডপ তৈরি করেছে । গত বছর এই পুজো কমিটি ডিজনিল্যান্ড থিম করে নজর কেড়েছিল জেলার মানুষের । পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত ভিড় জমিয়েছিল দর্শক ও দর্শনার্থীদের । এবারেও জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর রাজস্থানের নৃত্যের এই মণ্ডপ নজর কাড়ছে । গত চতুর্থীর দিন থেকেই এই পুজোর উদ্বোধন হয়েছে ৷ এটি করেছেন পুলিশ আধিকারিকদের । এরপরই মণ্ডপের দরজা খুলে দেওয়া আছে দর্শকদের জন্য । উদ্যোক্তারা আশা করছেনএই জেলায় তাদের পুজোই সর্বশ্রেষ্ঠ । মণ্ডপে প্রবেশ করলেই ঘুমর নাচের বিভিন্ন কলাকৌশলীদের দৃশ্য দেখা যাবে । এর সঙ্গে প্রতিমাতেও রয়েছে সেই রাজস্থানী বেশে । মা দুর্গা সরস্বতী এবং লক্ষ্মী-সহ কার্তিক গণেশ প্রত্যেকের পোশাকে রাজস্থানের ছোঁয়া রয়েছে ।