পিংলা 10 মে : ঊর্ধ্বমুখী কোরোনা । স্বাস্থ্য কর্মী পুলিশের পাশাপাশি এবার সমাজ সচেতনতায় পিংলার পটুয়ারা । করোনা সংক্রমণের সচেতনায় , গান-কবিতা-ছড়া এবং পটচিত্রকেই মাধ্য়ম হিসাবে বেছে নিয়েছেন তারা ৷
প্রতিদিন করোনায় সংক্রমিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ । আক্রান্ত হচ্ছেন জঙ্গল মহলের হাজার হাজার মানুষ । এই অবস্থায় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন । করোনা সংক্রমণে সচেতনা রুখতে এবার এগিয়ে এসেছেন পিংলার পট শিল্পীরা । দীর্ঘ 14 মাস তারা ঘরে বন্দি । কখনও লকডাউনে, কখনও আংশিক লকডাউন । খোলাবাজারেও কাজ পাচ্ছেন না তাঁরা । এই অবস্থায় করোনা নিয়ে গান কবিতা ও ছড়ার মাধ্যমে মানুষের সচেতনতা করার কাজ শুরু করেছেন তারা । গানের মাধ্যমে যেমন সচেতন করা হচ্ছে, তেমনই দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও ৷