পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pingla Pottery Art : সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা

পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পের খ্যাতির কথা রাজ্যজুড়ে সর্বজনবিদিত ৷ এবার সেই খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা ৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার দিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় দেড় কিলোমিটার জুড়ে থাকছে পিংলার পটচিত্র (Pingla Pottery Art) ৷ যাতে বিভিন্ন ছবির মাধ্যমে সুন্দরভাবে বর্ণিত রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ৷

pingla
সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে পাড়ি দিচ্ছে পিংলার পটশিল্প

By

Published : Jan 18, 2022, 8:42 PM IST

পিংলা, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে এবার দিল্লির রাজপথ সাজবে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের পটুয়াদের তৈরি বিপ্লবীদের বীর সংগ্রামের পটচিত্রে । এই খবরে স্বাভাবিকভাবেই আনন্দিত পটশিল্পীরা ৷ কীভাবে দিল্লি থেকে ডাক পেলেন ওঁরা ?

এই প্রসঙ্গে পিংলার পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন, "কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে 120 বাই 6 ফুট চওড়া, 120 ফুট লম্বা একটা পটচিত্র করেছিলাম ৷ যেখানে ফুটিয়ে তুলেছিলাম জন্মের পর থেকে নেতাজির স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কর্মকাণ্ডের কাহিনী ৷ এসব দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার কাজের প্রশংসা করেন ৷ তারপরই হঠাৎ মন্ত্রণালয় থেকে ফোন করে বলা হল, দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য স্বাধীনতা সংগ্রামীদের উপর কাজ করতে হবে ৷ এরপর আমরা বালেশ্বরে গিয়ে 6 ফুট বাই 50 ফুটের ক্যানভাসে নেতাজি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা ও তিতুমিরের বাঁশের কেল্লা প্রভৃতি ফুটিয়ে তুলেছিলাম ৷ এরকম 6টা ক্যানভাস পেয়েছিলাম এবং 300 ফুট কাজ করেছি ৷ 32 জনের দল মিলে সাতদিনে কাজটা শেষ করেছি ৷ আমাদের এই কাজই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজপথে প্রদর্শিত হবে ৷ আমার এই কাজে যুক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছি ৷"

পিংলার পটচিত্রে স্বাধীনতার কাহিনী

তিনি আরও বলেন, "আগে আমরা গ্রামে গ্রামে পটচিত্র দেখিয়ে চাল-পয়সা পেতাম ৷ তা দিয়েই সংসার চলত ৷ এখন যে এই পটচিত্র রাজপথে দেখানো হবে তাতে আমরা খুব গর্বিত ৷ সেখানে প্রধানমন্ত্রী-সহ নানা দেশের সকলে আমাদের কাজ দেখবে এটা ভেবে খুব ভাল লাগছে ৷ স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী ফুটিয়ে তোলার এই কাজের ভাগীদার হতে পেরে আমরা সকলেই ভীষণ খুশি ৷"

সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে পাড়ি দিচ্ছে পিংলার পটশিল্প

আরও পড়ুন :পটুয়াপাড়ায় করোনা জয়ের গান

ABOUT THE AUTHOR

...view details