চন্দ্রকোনা, 30 জানুয়ারি : পশ্চিম মেদিনীপুরে আলু চাষের অন্যতম কেন্দ্রস্থল চন্দ্রকোনা থানার গড়বেতা ৷ কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ফলন এবং চাহিদা দুই-ই কম থাকায় বিপাকে চাষিরা (potato farmers of chandrakona are in trouble) । মাঠেই পড়ে রয়েছে আলু । রাজ্য সরকারকে তাই ভিন রাজ্যে আলু পাঠানোর দাবি জানাচ্ছেন বিস্তীর্ণ অংশের কৃষকরা ।
আলু বীজ কেনা থেকে শুরু করে সার কেনার খরচই উঠছে না ৷ এই পরিস্থিতিতে কীভাবে সংসার চলবে তা নিয়েই চিন্তায় এখানকার আলুচাষিরা ৷ চন্দ্রকোনার (Chandrakona News) বিস্তীর্ণ এলাকার কৃষকরা পোখরাজ জাতীয় জলদি আলু চাষ করে থাকেন ৷ তাঁদের দাবি, অন্যান্য বছর আলু লাগিয়ে লাভ হত ৷ এক কাঠা জমিতে 6 প্যাকেট আলু হত ৷ কিন্তু এই বছর লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ে 6 প্যাকেটের জায়গায় 2-3 প্যাকেট আলুর ফলন হয়েছে । আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার আলুর ফলন কম ৷