মেদিনীপুর, 6 এপ্রিল:বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের চিত্র প্রদর্শনী ৷ আগামী 7 এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী ৷ ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর উদাযাপন উপলক্ষ্য এই মেলার আয়োজন করা হয়েছে ৷ এই বছর মেলার বিশেষ আকর্যণ হল পট চিত্র মেলা ৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীরা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের যেমন বাঁকুড়া ও বীরভূমের পটশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন ।
এছড়াও থাকছে, আগামী ১৯ শে এপ্রিল থেকে ২১ শে এপ্রিল পর্যন্ত লোকশিল্প মেলা ৷ ২৪-২৫ মে লিট্ল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রসঙ্গেই উপাচার্য বলেন, ‘‘ বাংলা তথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য । এই লক্ষ্যের বাস্তবায়নে ইতিমধ্যে আমরা মিউজিয়াম গড়ে তুলেছি ।’’ তিনি আরও উল্লেখ করেন, এই মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পিংলা,চণ্ডিপুর, নাড়াজোল ও দাসপুরের পট শিল্পীদের পাশাপাশি বাঁকুড়ার ভরতপুর বা বীরভূমের ইটাগড়িয়ার পট শিল্পীদের একত্রিত করা হয়েছ ৷