খড়ার, 11 মে: খড়ার পৌরসভার ইঞ্জিনিয়রের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে 'বামাদাকে বলো' পোস্টার পড়েছিল পৌরসভা জুড়ে । এবার সেই পোস্টারের বিরুদ্ধে পালটা পৌরসভার ইঞ্জিনিয়রের পক্ষে পোস্টার পড়ল খড়ার পৌরসভায় । শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই পোস্টারিং ও পালটা পোস্টারিংয়ের খেলা চলছে ৷ এমনকী পৌরসভার চেয়ারম্যানের ছেলে ইঞ্জিনিয়রের পক্ষে দাঁড়িয়ে এই পালটা পোস্টারিং করিয়েছে বলে দাবি বিরোধীদের। নাগরিকবৃন্দের নাম দিয়ে একে অপরের বিরুদ্ধে পোস্টার পালটা পোস্টারের ঘটনায় শোরগোল খড়ারে ।
প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ খড়ারে দেখা যায় 'বামাদাকে বলো' পোষ্টার ৷ তারপরেই চাপানোউতর শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভা এলাকায় । তা নিয়ে শুরু হয়েছিল জোর রাজনৈতিক তরজাও । বিরোধীদের দাবি,গোষ্ঠী কোন্দলের কারণেই এই পোস্টার । রবিবার খড়ার পৌরসভার নাগরিকবৃন্দের নাম দিয়ে পৌরসভার ইঞ্জিনিয়র বামাপদ মাইতির বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে এলাকা জুড়ে পোস্টার পড়েছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পোস্টার পড়ল খড়ার পৌরসভা জুড়ে । এখানেও পৌরসভার নাগরিকবৃন্দের নাম দিয়েই পোস্টার দেওয়া হয়েছে । তবে এবারের পোস্টারিং করা হয়েছে পৌরসভার ইঞ্জিনিয়র বামাপদ মাইতির পক্ষে ।
খড়ার পৌরসভার ইঞ্জিনিয়র বামাপদ মাইতির পক্ষে বিভিন্ন ওয়ার্ডে পড়া পোস্টারে লেখা রয়েছে, "ছিঃ ধিক্কার ! বামাদা আজ পর্যন্ত 15 বৎসরের চাকরি জীবনে টাকার বিনিময়ে কাজ করেছেন তার কোনও প্রমাণ নেই। উনি পৌরসভার সমস্ত কাজ জানেন তাই তিনি সর্বদা নিঃস্বার্থে সবার উপকার করেন। যিনি বা যারা বলছেন উনি কাটমানি নিয়ে কাজ করেন তারা প্রমাণ করে দেখান। এবার তাঁর পক্ষে পৌর এলাকায় পোস্টার পড়ায় মুখ খুলেছেন বামাপদ মাইতি ।