জাড়া, 24 এপ্রিল:একশো দিনের প্রকল্পে গ্রামে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায় সেই কাজ ৷ তাই রাস্তার কাজের টাকা গেল কোথায় ৷ রাস্তাই বা কবে হবে, প্রশ্ন তুলে পোস্টার দিল এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামে ৷ ঢালাই রাস্তা নির্মাণের কাজ কয়েকবছর আগে থমকে যাওয়ায় স্থানীয় শাসকদল ও প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন গ্রামের বাসিন্দারা । এই ঘটনায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ একাধিক নেতার নাম উল্লেখ করে টাকা আত্মসাতের অভিযোগ তুলে গ্রাম জুড়ে পড়েছে ওই বেনামি পোস্টারগুলি ।
মনরেগা প্রকল্পে ঢালাই রাস্তার কাজ হবে বলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে লাগানো হয়েছিল বোর্ড । ঠিকাদারি সংস্থা রাস্তায় অল্প কিছু মালপত্র ফেলে ৷ বোর্ড লাগিয়ে উল্লেখ করা হয়, রামজীবনপুরের বাইপাস হতে সলিমুদ্দিনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ হবে । এই কাজের জন্য 2020-21 সালে 3 লক্ষ 43 হাজার 141 টাকা ব্যয় হিসেবে ধরা হয়েছে । কিন্তু এই পর্যন্তই ৷ এরপর আর কাজ হয়নি বলে অভিযোগ । আর সেই রাস্তার কাজেই প্রশাসনের চরম গাফিলতি, এমনকী টাকা আত্মসাতের অভিযোগ তুলল গ্রামের মানুষজন ।
বাকচা গ্রামের বাসিন্দাদের দাবি, রাস্তার কাজ শুরু হতেই গ্রামের বেশ কয়েকজন মানুষের মধ্যে জায়গা সংক্রান্ত একটু বিবাদ দেখা দেয় । সেই বিবাদ মেটানোর জন্য গ্রামের মানুষজন উভয় পক্ষ একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্যার সমাধানের কোনও উদ্যোগই নেওয়া হয়নি । এদিকে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় । অন্যদিকে ভালো রাস্তা না থাকায় বেশ কয়েক বছর ধরে চরম সমস্যায় ভুগছেন গ্রামের মানুষজনেরা ।