ক্ষীরপাই, 23 ফেব্রুয়ারি:নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কোষাধ্যক্ষ সঞ্জীব কোলের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নং ব্লকের ক্ষীরপাই শহরজুড়ে । এর জেরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় (Khirpai poster against TMC Leader) ৷
যে পোস্টার দেওয়া হয়েছে সেখানে একদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি নীচে লেখা আছে গ্রেফতার ৷ অপরদিকে শিক্ষক সংগঠনের নেতা সঞ্জীব কোলের ছবির পাশে লেখা রয়েছে গ্রেফতার চাই ! অবিলম্বে তাঁকে ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও করা হয়েছে ৷ সঞ্জীব কোলের পরিবারের যে 6 সদস্য চাকরি পেয়েছেন তাঁদের বিরুদ্ধেও উঠেছে তদন্তের দাবি ৷
বৃহস্পতিবার ক্ষীরপাই শহরের বিভিন্ন জায়গায় এমন পোস্টার দেখা যায় । যার নামে এই পোস্টার পড়েছে সেই সঞ্জীব কোলে চন্দ্রকোনা 1 নং ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের ক্ষীরা গ্রামের বাসিন্দা । যদিও চাকরি সূত্রে তিনি কলকাতায় থাকেন ৷ পেশায় তিনি শিক্ষক ৷ তাঁর গ্রামের বাড়িতে রয়েছেন বাবা ও মা । স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে সঞ্জীব তাঁর দাদা ও পরিবারের আরেক সদস্য হঠাৎ করেই প্রায় একসঙ্গে শিক্ষকতার চাকরি পান ৷
আরও পড়ুন: দেশদ্রোহীরাই বিবিসি-র তথ্যচিত্র দেখাচ্ছে, দাবি দিলীপের
এবিষয়ে সঞ্জীব কোলের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । তাঁরা যে চাকরি পেয়েছেন তা সঠিক নিয়মেই, যোগ্যতা অনুযায়ী পেয়েছেন । তাই কেউ ষড়যন্ত্র করছে বলে সঞ্জীবের দাবি । তবে তিনি স্বীকার করেছেন যে তিনি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কোষাধ্যক্ষের পদে রয়েছেন । সেই সূত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ৷ এই বিষয়টিকে নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি ৷