দাসপুর, 21 মে: নেই পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগও । ভেঙে পড়েছে ঘরের ছাউনিও । এমনই বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । নজর নেই প্রশাসনেরও । এই অভিযোগে বারবার সরব হয়েও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের । পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের ডিহিচেতুয়া 111 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই বেহাল দশা ।
বারবার রাজ্যের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, আরশোলা, সাপ পড়ার ঘটনা সামনে এসেছে । এবার আরেক বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি ধরা পড়ল ৷ পশ্চিম মেদিনীপুরের ডিহিচেতুয়া 111 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 120 জন পড়ুয়া রয়েছে । এই সেন্টার থেকেই এলাকার গর্ভবতী মহিলাদেরও খাবার যায় । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিযোগ করে বলেন, "বিদ্যুৎ সংযোগ না থাকাই প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পড়াশোনা করতে হয় । টিউবওয়েল থাকলেও তাতে জল নেই । দীর্ঘদিন ধরে কেন্দ্রের ছাউনির ভগ্নপ্রায় অবস্থা । একপ্রকার ভেঙে ঝুলছে । যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা । প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও রকম সহায়তা করা হয়নি । দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও লাভ হয়নি কিছু ।"